ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর আগে এফএ কমিউনিটি শিল্ডের ফাইনালে লিভারপুলকে হারিয়ে জয়ের মুকুট পড়লো আর্সেনাল। নির্ধারিত সময়ে ১-১ গোল সমতায় থাকায় পেনাল্টিতে ৫-৪ গোলে লিভারপুলকে হারিয়ে দিয়েছে আর্সেনাল।
ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী এফএ কমিউনিটি শিল্ড প্রত্যেক বছর প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর আগে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। এফএ কাপ জয়ী দলের সঙ্গে মুখোমুখি হয় প্রিমিয়ার লিগের শিরোপী জয়ী দল।
শনিবার (২৯ আগস্ট) রাতে ঐতিহ্যবাহী এফএ কমিউনিটি শিল্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ী লিভারপুল ও এফএ কাপ শিরোপা জয়ী আর্সেনাল।
খেলার ১২তম মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। বিরতির আগে আর কোন গোল না হওয়ায় ১-০ গোলের ব্যবধান নিয়েই প্রথমার্ধ শেষ করে দুই দল। বিরতি থেকে ফিরে দুর্দান্ত খেললেও কোন দল কাঙ্ক্ষিত গোলে দেখা পাচ্ছিল না। তবে শেষ দিকে সমতায় ফিরে লিবারপুল।
ম্যাচের ৭৩তম মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান জাপানি মিডফিল্ডার তাকুমি মিনামিনো। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় ১-১ গোল শেষ হয় খেলা। তবে ফাইনাল খেলা হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই ধরা খায় লিভারপুর।
পাঁচটি করে টাইব্রেকার শটে পাঁচটিতেই গোল করে আর্সেলান। যেখানে একটি গোল কম করায় ৫-৪ গোলের ব্যবধানে হেরে যায় লিভারপুল।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]