এসি মিলানে আগামী মৌসুমেও থাকছেন সুইডিশ ফরোয়ার্ড জ্লাটান ইব্রাহিমোভিচ। ইতালির বিভিন্ন গণমাধ্যম এমন তথ্য জানিয়ে বলেছে, আরও এক মৌসুমের জন্য ৭ মিলিয়ন ইউরোতে ইব্রাহিমোভিচের সাথে চুক্তি করেছে মিলান।
চলতি বছরের অক্টোবরে ৩৯ বছরে পা রাখতে যাওয়া ইব্রা শুক্রবার (২৮ আগস্ট) এসি মিলানের জার্সি গায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। সুইডিশ এ তারকা একই সাথে আরেকটি ছবি পোস্ট করেছেন যেখানে তাকে আরামদায়ক অবস্থায় শুয়ে থাকতে দেখা যায় এবং যার ক্যপশনে লেখা রয়েছে, ‘ঝড়ের আগে শান্তি’।
গাজ্জেতো ডেলো স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী, ২০১০ সালের ২৯ আগস্ট প্রথমবারের মতো এসি মিলানে যোগ দেওয়া ইব্রাহিমোভিচের একই তারিখে ইতালিয়ান জায়ান্ট ক্লাবটি ত্যাগের কথা ছিল।
জানুয়ারিতে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি থেকে ছয় মাসের চুক্তিতে সাড়ে তিন মিলিয়ন ইউরোতে মিলানে যোগ দিয়েছিলেন ইব্রাহিমোভিচ। সেখানেই তার চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর শর্ত ছিল।
ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি ও বার্সেলোনার সাবেক এ খেলোয়াড় এবারের মৌসুমে ২০ ম্যাচে করেছেন ১১ গোল।
সাতবারের সাবেক ইউরোপীয়ান চ্যাম্পিয়ন এসি মিলান ইব্রা দলে আসার পর ১১তম স্থান থেকে ষষ্ঠ স্থানে থেকে লিগ শেষ করেছে। টানা ১২ ম্যাচে শেষ পর্যন্ত এসি মিলান অপরাজিত ছিল।
২০১১ সালে সর্বশেষ ১৮তম সিরি-এ শিরোপা জয়ে ইব্রাহিমোভিচই এসি মিলানকে সহযোগিতা করেছিলেন। মিলানের হয়ে ইব্রা তিনটি লিগ শিরোপা জয় করেছেন। জুভেন্টাসের হয়ে জিতেছেন দুটি।
এদিকে চলতি বছরের ১৯ সেপ্টেম্বর থেকে সিরি-এ লিগের নতুন মৌসুম শুরু হচ্ছে।
এসি মিলানের প্রধান নির্বাহী ইভান গাজিডিস চলতি সপ্তাহে বলেছেন, ‘আমি মনে করি, এবারের মৌসুমে ইব্রা আমাদের দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তার কারণেই আমরা মূলত এতোদূর আসতে পেরেছি। আশা করছি এ ধারা আগামী মৌসুমেও বজায় রাখতে পারবো।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]