তরুণদের জন্য ক্যারিয়ারের ইতি টানলেন ম্যাটিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৪ এএম, ৩০ আগস্ট ২০২০
তরুণদের জন্য ক্যারিয়ারের ইতি টানলেন ম্যাটিক

তরুণ খেলোয়াড়দের জায়গা করে দেওয়ার লক্ষ্যে আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন সার্বিয়া ও ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার নেমাঞ্জা ম্যাটিক। সার্বিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (এফএসএস) এ তথ্য নিশ্চিত করেছে।

বিষয়টি নিয়ে যদিও ম্যাটিকের কোন মন্তব্য পাওয়া যায়নি। তবে এফএসএস স্পোর্টিং ডিরেক্টর ভ্লাদিমির মাটিজাসেভিচ বেলগ্রেড গণমাধ্যমে জানিয়েছেন, আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে বিদায়ের বিষয়টি চূড়ান্ত করে ফেলেছেন ম্যাটিক।

মাটিজাসেভিচ বলেন, ‘মূলত তরুণদের জায়গা ছেড়ে দিতেই তার (নেমাঞ্জা ম্যাটিক) এ ধরনের সিদ্ধান্ত নিতে হয়েছে। এখানে অন্য কোন সুনির্দিষ্ট কারণ নেই। আমরা তার সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই। তার বয়স এখন ৩২ বছর। ক্লাব মৌসুমেও ম্যাটিক ভালো খেলেছে।’

তিনি আরও বলেন, ‘ইউরোপীয়ান ক্লাব ফুটবল প্রতিদিনই নতুন চ্যালেঞ্জ আশা করে। বিশেষ করে জাতীয় দলে তরুণদের দিয়ে ভবিষ্যতের চিন্তা করাটাই স্বাভাবিক। আমাদের হাতে বর্তমানে বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছেন যারা জাতীয় দল থেকে আগামী এক বা দুই বছরের মধ্যে বিদায় নেবে।’

২০১৭ সালে চেলসি থেকে ইউনাইটেডে যোগ দিয়েছিলেন নেমাঞ্জা ম্যাটিক। সাবিয়ান জাতীয় দলের জার্সি গায়ে ৪৮টি ম্যাচের করেছেন দুই গোল। আগামী বছর অনুষ্ঠিতব্য ইউরো ২০২০’এ খেলার সুযোগ এখনো সার্বিয়ার রয়েছে।

করোনাভাইরাসের কারণে এক বছর পিছিয়ে গেছে ইউরোপীয়ান এ সর্বোচ্চ আসর। ৮ অক্টোবর প্লে-অফ সেমিফাইনাল খেলতে সার্বিয়া নরওয়ে সফরে যাবে। তার আগে ৩ সেপ্টেম্বর নেশন্স লিগের ম্যাচে রাশিয়া সফর করবে। তিনদিন পর বেলগ্রেডে তুরষ্ককে আতিথ্য দেবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

চ্যাম্পিয়নস লিগের মৌসুম সেরা ২৩ জনের দলে নেই রোনালদো

চ্যাম্পিয়নস লিগের মৌসুম সেরা ২৩ জনের দলে নেই রোনালদো

ফ্রি ট্রান্সফারে পিএসজি ছেড়ে চেলসিতে সিলভা

ফ্রি ট্রান্সফারে পিএসজি ছেড়ে চেলসিতে সিলভা

চ্যাম্পিয়নস লিগে সেরা গোলদাতা রোনালদো

চ্যাম্পিয়নস লিগে সেরা গোলদাতা রোনালদো

ফ্রান্স স্কোয়াড থেকে ছিটকে গেলেন পল পগবা

ফ্রান্স স্কোয়াড থেকে ছিটকে গেলেন পল পগবা