ফ্রি ট্রান্সফারে পিএসজি ছেড়ে চেলসিতে সিলভা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৮ পিএম, ২৯ আগস্ট ২০২০
ফ্রি ট্রান্সফারে পিএসজি ছেড়ে চেলসিতে সিলভা

দল বদলে ফ্রি ট্রান্সফারের সুযোগ নিয়ে প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) সাবেক অধিনায়ক থিয়াগো সিলভাকে দলভুক্ত করেছে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের চেলসি। প্রাথমিকভাবে শুক্রবার (২৭ আগস্ট) চেলসির সঙ্গে এক বছরের জন্য চুক্তিতে সম্মত হয়েছেন ৩৫ বছর বয়সি ব্রাজিলীয় তারকা। তবে চুক্তিতে ভবিষ্যতে মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

চেলসির ওয়েবসাইটকে সিলভা বলেছেন, ‘চেলসিতে যোগ দিতে পেরে আমি খুবই খুশি। ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের রোমাঞ্চকর স্কোয়াডের অংশ হতে পেরে আমি দারুণভাবে আনন্দিত। আমি এ সম্মানের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। অচিরেই চেলসি সমর্থকদের সঙ্গে দেখা হবে। দ্রুত আমি স্ট্যামফোর্ড ব্রিজে খেলতে চাই এবং শিরোপা জিততে চাই।’

sportsmail24গত সপ্তাহে লিসবনে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে যায় পিএসজি। ওই ম্যাচে দারুণ খেলেছেন ব্রাজিলের সাবেক এ অধিনায়ক। ওই ম্যাচ দিয়েই পিএসজির সঙ্গে তার আট বছরের চুক্তির মেয়াদ শেষ হয়।

থিয়াগোর দলে যোগ দেওয়া নিয়ে চেলসির পরিচালক মারিয়া গ্রানোভাসকায়া বলেছেন, ‘থিয়াগো সিলভা একজন পরিক্ষিত খেলোয়াড়। সে নিজেকে অতীতে দারুণভাবে প্রমাণ করেছে। আমরাও তাকে পেয়ে খুশি। আশা করি তার অভিজ্ঞতা এবং সামর্থ্য আমাদের ক্লাবকে অন্য মাত্রায় নিয়ে যাবে এবং তরুণদেরও সাহায্য করবে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পজিটিভ থাকা, পজিটিভ ভাবনা জরুরি : সানিয়া মির্জা

পজিটিভ থাকা, পজিটিভ ভাবনা জরুরি : সানিয়া মির্জা

চ্যাম্পিয়নস লিগে সেরা গোলদাতা রোনালদো

চ্যাম্পিয়নস লিগে সেরা গোলদাতা রোনালদো

মেসি থাকতে রাজি হলে পদত্যাগ করবেন বার্তোমেউ

মেসি থাকতে রাজি হলে পদত্যাগ করবেন বার্তোমেউ

মেসিকে দলে ভেড়াতে যে বিষয়গুলো বিবেচনায় নিতে হবে ক্লাবগুলোকে

মেসিকে দলে ভেড়াতে যে বিষয়গুলো বিবেচনায় নিতে হবে ক্লাবগুলোকে