লেস্টার সিটির সাথে আরও তিন বছরের জন্য চুক্তি নবানয় করেছেন স্ট্রাইকার জেমি ভার্ডি। নতুন চুক্তি অনুযায়ী ২০২৩ সাল পর্যন্ত ভার্ডি কিং পাওয়ার স্টেডিয়ামেই থাকবেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রিমিয়ার লিগের ক্লাব সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
৩৩ বছর বয়সী ভার্ডি গত মৌসুমে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ ২৩ গোল করে গোল্ডেন বুট অর্জন করেছেন। শেষ মুহূর্তে অবশ্য লেস্টার সিটিকে টেবিলের পঞ্চম স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। তবে আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলার সুযোগ পেয়েছে লেস্টার।
গত মৌসুমে লেস্টারের প্রথম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে ক্যারিয়ারের শততম গোল করেছেন ভার্ডি।
নতুন চুক্তি প্রসঙ্গে ভার্ডি বলেছেন, ‘আমি জানি আসন্ন মৌসুমে আমি আরও কিছু অর্জন করতে পারবো। সে কারণেই লেস্টারের সাথে আরও কিছুদিন থাকতে পারার সুযোগ পেয়ে আমি আনন্দিত। আমাদের দলটি চমৎকার এবং আমি বিশ্বাস করি ভবিষ্যতে আরও ভালো কিছু এই ক্লাবের কাছ থেকে আশা করাই যায়।’
২০১২ সালে ফ্লিটউড টাউন থেকে লেস্টার সিটিতে যোগ দেওয়ার পর ৩শ’রও বেশি ম্যাচ খেলে ভার্ডি ১০৩টি লিগ গোল করেছেন। ২০১৫-১৬ সালে লেস্টারের অপ্রত্যাশিত প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে ২৪টি গোল করেছিলেন তিনি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]