২০২৭ এশিয়া কাপ ফুটবল আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তাবনা জমা দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কাতার। একই সাথে তৃতীয় বারের মতো এ আসর আয়োজন করতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন কাতারি কর্মকর্তারা।
এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) জানিয়েছে, মহাদেশের সর্ববৃহৎ এ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে আরও চার দেশ। দেশগুলো হলো- ভারত, ইরান, সৌদি আরব ও উজবেকিস্তান। সকল প্রক্রিয়া শেষে ২০২১ সালে আয়োজক দেশের নাম ঘোষণা করা হবে।
২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ কাতার এর আগে আরও দুইবার মহাদেশীয় এ টুর্নামেন্টের আয়োজন করেছিল। ১৯৮৮ এবং ২০১১ সালে জাতীয় দলের অংশগ্রহণের এ টুর্নামেন্ট আয়োজন করেছিল মধ্যপ্রাচ্যের ধনী দেশটি।
২০১৯ সালের এশিয়া কাপের শিরোপা জয় করেছে উপসাগরীয় দেশটি। যেখানে ১৬টি থেকে বাড়িয়ে টুর্নামেন্টের দল সংখ্যা করা হয় ২৪টি।
আগামী আসর অর্থাৎ ২০২৩ সালের এশিয়া কাপ আয়োজনের স্বাগতিক হবে চীন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]