প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে ক্রিকেটের পাশাপাশি বন্ধ রয়েছে দেশের ফুটবলও। তবে স্বাস্থ্যবিধি মেনে পুনরায় খেলা শুরু করায় সরকারি সিদ্ধান্তের পর ফুটবল ফেডারেশনও এ বিষয়ে সম্মত রয়েছে। খেলোয়াড়রাও ফুটবলে ফিরতে চান। এখন ক্লাবগুলোর সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
মঙ্গলবার (২৫ আগস্ট) কমিটির চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আব্দুস সালাম মুর্শেদী এমন তথ্য জানিয়েছেন। এর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রফেশনাল ফুটবল লিগ কমিটির সাথে ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৯-২০’-এ অংশগ্রহণকারী ক্লাবসমূহের খেলোয়াড়দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আব্দুস সালাম মুর্শেদী বলেন, সরকার এবং ফুটবল ফেডারেশন পুনরায় ফুটবল শুরু করতে চায়। খেলোয়াড়রাও যত তাড়াতাড়ি সম্ভব ফুটবলে ফিরতে চায়। আমরা আজ (মঙ্গলবার) খেলোয়াড়দের সাথে কথা বলেছি। তাদের ম্যাসেজ পেয়েছি। এখন আমরা ক্লাবগুলোর সাথে কথা বলবো। এরপরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বাফুফের ফেসবুক পেজে জানানো হয়, প্রফেশনাল ফুটবল লিগ কমিটি আসন্ন ঘরোয়া মৌসুমের ভেন্যু, রেজিস্ট্রেশন উইন্ডো এবং সময়সূচি চূড়ান্ত করার আগে ক্লাবগুলোর সাথে আলোচনায় বসবে এবং তাদের সুপারিশগুলো চূড়ান্ত অনুমোদনের জন্য বাফুফে কার্য নির্বাহী কমিটি বরাবর প্রেরণ করবে।
আব্দুস সালাম মুর্শেদী সভাপতিত্বে সভায় বাফুফের সদস্য মো. আমিরুল ইসলাম বাবু, জাকির হোসেন, আব্দুর রহিম, বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, প্রফেশনাল ফুটবল লিগ কমিটির সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২০-২১-এর অংশগ্রহণকারী ১৩টি ক্লাবের মোট ১৯ জন খেলোয়াড় উপস্থিত ছিলেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]