চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচের জন্য ফ্রান্সের লিগ ওয়ানে পিএসজির প্রথম ম্যাচটি স্থগিত রাখা হয়েছিল। এবার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচও স্থগিত রাখতে ফ্রান্সের লিগ ওয়ান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
শুক্রবার (২১ আগস্ট) শুরু হয়েছে লিগ ওয়ান। লিগে মেতজের বিপক্ষে পিএসজির প্রথম ম্যাচটি স্থগিত করা হয়েছিল। কারণ, ওই সময় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলার জন্য লিসবনে অবস্থান করছিল ফরাসি চ্যাম্পিয়নরা।
রোববার প্রথমবারের মতো ফাইনালে অংশ নেওয়া ক্লাবটি জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে। পরাজয়ের পর সোমবার দেশে ফিরেছেন নেইমার-এমবাপেরা। তবে নির্ধারতি সূচি অনুযায়ী লিগের দ্বিতীয় ম্যাচটিও তারা স্থগিত চায়।
শনিবার (২৯ আগস্ট) পিএসজির দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ নবাগত লেনস। ওই ম্যাচটিও স্থগিত করার আহ্বান জানিয়েছে পিএসজি।
পিএসজির চাওয়া মতো যদি সেটি করা হয়, তাহলে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত পিএসজির আর কোন লিগ ম্যাচ খেলতে হবে না। ফলে দুই সপ্তাহের আন্তর্জাতিক বিরতি নিয়ে ১৬ সেপ্টেম্বর মিতজের মোকাবেলা করতে পারবে পিএসজি।
এরপর ১৯ সেপ্টেম্বর ওই ক্লাবের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা। এমন সুযোগের জন্যই হয়তো ম্যাচ স্থগিতে আহ্বান জানানো হয়েছে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]