ক্যারিয়ারে শুধু চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা বাদ ছিল। এবার সেটাও হলো। পূরণ হলো দীর্ঘদিনের লালিত স্বপ্ন। বলছি বায়ার্ন মিউনিখের হয়ে খেলা স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কির কথা। এখন তিনি নিজেকে সবচেয়ে সুখী বা সফল স্ট্রাইকার ভাবতেই পারেন।
রোববার (২৩ আগস্ট) রাতে লিসবনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজিকে ১-০ গোলে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ। ম্যাচে একমাত্র গোলটি করেছেন কিংসলে কোম্যান।
ফাইনালের মঞ্চে গোলের দেখা না পেলে সেটা নিয়ে আফসোস থাকতে পারে চমক দেখানো স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কির তবে ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন।
পোল্যান্ড ও জার্মানির ঘরোয়া লিগে এখন পর্যন্ত ৯টি শিরোপা জয় করেছেন। যার মধ্যে বায়ার্ন মিউনিখের হয়েই পেয়েছেন ছয়টি বুন্দেসলিগা শিরোপার স্বাদ। সদ্য শেষ হওয়া মৌসুমটা দুর্দান্ত কেটেছে রবার্ট লেভানডোভস্কির।
শীর্ষ পাঁচ লিগ মিলিয়ে একমাত্র ফুটবলার হিসেবে নিজের নামের পাশে ৫৫ গোল নিয়ে মৌসুমে করেছেন তিনি। যেখানে চ্যাম্পিয়ন্স লিগ থেকে এসেছে সর্বোচ্চ ১৫ গোল। আর মাত্র দুটি গোল করতে পারলেই এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড অর্থাৎ ক্রিস্টিয়ানো রোনালদোকে স্পর্শ করতেন।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকেই চমক দেখানো শুরু করেন লেভানডোভস্কি। গ্রুপ পর্বে করেন ১০টি গোল। রেড স্টার বেলগ্রেডের মাঠে প্রথম লেগে দলের ৬-০ ব্যবধানের জয়ে হ্যাটট্রিকসহ উপহার দেন চার গোলের চমক। এছাড়া নকআউট পর্ব থেকে আসে ৫টি গোল।
ফাইনাল ম্যাচেও গোলে দেখা পেতেন তিনি। তবে ভাগ্য সহায় না হওয়ায় সেটি আর হয়নি। ফাইনাল ম্যাচে তার একটি শট পোস্টে লেগে ফেরত আসে। যা পুরো চ্যাম্পিয়নস লিগের পুরো মৌসুমে একবারও ঘটেনি। তবে নিজে গোল না পেলেও চ্যাম্পিয়ন হয়ে বলে চুমু ঠিকই দিতে পেরেছেন সফল এ স্ট্রাইকার।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]