ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাত ছাড়া করে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। শিরোপা হাত ছাড়া করার পর ফ্রান্সে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় পিএসজি সমর্থকরা।
রোববার (২৩ আগস্ট) রাতে পর্তুগালের লিসবনে প্যারিস সেন্ট জার্মেইনকে (পিএসজি) ১-০ গোলে হারিয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন কিংসলে কোমান। ক্লাব ইতিহাসে ষষ্ঠবারের মতো শিরোপা জিতে বায়ার্ন।
শুরু থেকেই বায়ার্ন শিবিরে ভীতি সৃষি।ট করে নেইমার-এমবাপেরা। তবে নেইমার-এমবাপে-ডি মারিয়াদের গোল মিসের মহড়ায় ক্লাব ইতিহাসে প্রথমবারে মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয় থেকে বঞ্চিত হয় পিএসজি। নেইমার-এমবাপেরা মিস করলেও মিস করেননি কিংসলে কোমান।
সেমিফাইনালে আরবি আইপজিগকে হারিয়ে ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠায় শিরোপা জয়ের স্বপ্ন বুনেছিল পিএসজি সমর্থকরা। তবে সে স্বপ্ন মলিন করে দিয়েছে বায়ার্নের কোমান। ফাইনালে হারা পর ফ্রান্সের বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেয় পিএসজি সমর্থকরা।
আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি এ সময় তারা ভাঙচুর চালাতে থাকে। পুলিশ বাধা দিলে দুপক্ষ জড়িয়ে পড়ে সংঘর্ষে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এসময় বেশ কয়েকজনকে আটক করা হয়। এর আগে ফাইনালকে সামনে রেখে পুরো প্যারিস শহরে ৩ হাজারের বেশি দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছিল।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]