ইতিহাসটা দীর্ঘদিনের, তবে সাফল্য যেন কোনভাবেই ধরা দিচ্ছিলো না। অবশেষে সেই সাফল্য ধরা দিলো ১১৪ বছর পরে। ১১৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সিরি-এ লিগে উন্নীত হলো ইতালীয় ক্লাব স্পেজিয়া।
রুদ্ধদ্বার স্টেডিয়ামে প্লে অফ ম্যাচে অংশ নিয়ে ইতালীর শীর্ষ লীগে নাম লেখাতে সক্ষম হয় ক্লাবটি। এ সময় স্টেডিয়ামের বাইরে অপেক্ষমান ছিল তাদের হাজার হাজার সমর্থক। ‘ঈগলস’ নামে পরিচিত ক্লাবটির অবস্থান জেনোয়ার দক্ষিন পুর্বে সমুদ্রতীরবর্তী শহর লিগুরিয়ার লা স্পেজিয়ায়। এই নিয়ে লিগুরিয়া থেকে তিনটি ক্লাব সিরি-এ লিগে উন্নীত হল। ক্লাবগুলো হচ্ছে স্পেজিয়া, সাম্পদরিয়া ও জেনোয়া।
ক্লদিও রানিয়েরির সাম্পদোরিয়া এক টুইট বার্তায় লিখেছে,‘অভিনন্দন স্পেজিয়াকে। তোমরা ইতিহাস রচনা করেছো। এখন বিজয় উৎসবে মেতে উঠেঅ। অচিরেই তোমাদের সঙ্গে দেখা হবে।’
দ্বিতীয় লেগে ফ্রসিননের কাছে তাদের মাঠে ১-০ গোলে হেরে গেলেও সিরি-বি লিগের পয়েন্ট টেবিলে ভালো অবস্থানের কারণে দুই লেগে ১-১ গোলে টাই নিয়ে এ লিগে উন্নীত হয় স্পেজিয়া।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]