রিয়াল মাদ্রিদকে শূন্য থেকে শুরু করে লা লিগার শিরোপা জয়ে নেতৃত্ব দেওয়াকে নিজের ক্যারিয়ারের সেরা দিন বলে মন্তব্য করেছেন ক্লাবটির প্রধান কোচ জিনেদিন জিদান।
৪৮ বছর বয়সী ফ্রান্সের এ ফুটবল আইকনের মতে ওই দিনটি তার সারা জীবন মনে থাকবে। যেখানে অন্তুর্ভুক্ত আছে খেলোয়াড় হিসেবে ১৯৯৮ সালের বিশ্বকাপের শিরোপা জয়টিও। তবে এ মৌসুমে তার বড় ধাক্কা হচ্ছে ম্যানচেস্টার সিটির কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল থেকে বিদায় নেওয়া।
বার্তা সংস্থা এএফপিকে জিদান বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য ছিল লা লিগা জয় করা। করোনাভাইরাসের মাহামারি শুরুর পর মনে করেছিলাম আমরা আর খেলাটি শুরু করতে পারব না। কারণ পরিস্থিতি তেমনটাই ছিল। শেষ পর্যন্ত আমরা লা লিগা জয় করতে পেরেছি। আমার কাছে ওই দিনটি ছিল সবচেয়ে আনন্দের দিন।’
তিনি বলেন, ‘এমনকি চ্যাম্পিয়ন্স লিগ জয় করতে পারাটা সবসময় দারুণ ব্যাপার। এটি একটি চমৎকার বিষয়। তারপরও আমি সেটির সঙ্গে এর তুলনা করতে চাই না। আমরা যখন জটিলতা কাটাতে সক্ষম হলাম, তখনও লা লিগা জয় করাটা কঠিন ছিল। এটি ছিল আমার পেশাদার ক্যারিয়ারের সেরা দিন।’
ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব গ্রহণের আশা কখনো ত্যাগ করেননি উল্লেখ করে জিদান বলেন, ‘আমি অনেকবার বলেছি, আমি যদি কোচ থাকি তাহলে কেন একদিন ফ্রান্সের দায়িত্বে আসব না? এটি নতুন কিছু নয়, এমনকি দিদিয়ে দেশ্যমও বিষয়টি জানে। কারণ, তিনি নিজেই এ ঘোষণা দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আমাদের সবারই কিছু না কিছু গল্প আছে। আর আমার গল্প ফ্রান্স দলকে নিয়ে। আমার শেষ গেম পর্যন্ত এটি ছিল চমৎকার। ছিল উত্থান-পতন। তবে আমার গল্পটি খুবই সুন্দর। একদিন আমি এ দায়িত্ব পাব। এটি প্রকৃতিগত ব্যাপার, যা হওয়ার তা হবে।’
ফরাসি দলের হয়ে ১০৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জিদান। ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী দলেরও অংশ ছিলেন তিনি। তবে তার সমাপ্তিটা ঘটেছে কিছুটা অন্যরকমভাবে। ২০০৬ সালে ইতালীল বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে লাল কার্ড দেখতে হয়েছে জিদানকে।
তিনি বলেন, ‘ক্যারিয়ার নিয়ে আমার কোন পরিকল্পনা নেই। আজ আমি প্রশিক্ষণ উপভোগ করছি। যেমনটি উপভোগ করতাম খেলোয়াড় থাকাকালীন সময়ে। যখন সেটা কাজ করবে না কিংবা অন্য কিছু করার প্রয়োজন হবে, আমি তা করবো।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]