চ্যাম্পিয়নস লিগে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠেও নেইমারকে নিয়ে চিন্তায় পড়েছিল প্যারিসের ক্লাব পিএসজি। তবে আপাতত ফাইনালে নেইমারের খেলা নিয়ে চিন্তা মুক্ত ক্লাব। কারণ, নেইমারের জার্সি বদল নিয়ে তদন্ত করছে না ইউরোপিয়ান ফুটবল সংস্থা-উয়েফা।
ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠে মাঠেই উদযাপনে নেইমার-এমবাপেরা। তবে এর মাঝে ভুল করে বসেন ব্রাজিল তারকা নেইমার। প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের সঙ্গে জার্সি বদল করেন তিনি। করোনাভাইরাসের কারণে যা নিষেধ করা হয়েছে।
সেই ভুলের জন্য ফাইনালে নেইমারের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়। কারণ, মহামারির মাঝে এমন কর্মে নিষেধাজ্ঞার বিধান রয়েছে। তবে নেইমার ভক্তদের জন্য খুশির খবর হচ্ছে- নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে না নেইমারকে। কারণ, তার ওই ভুল নিয়ে তদন্তেই যাচ্ছে না উয়েফা।
ইংলিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। বলা হয়, নেইমারের জার্সি খোলা বা বদল নিয়ে এই মুহূর্তে তদন্তে যাচ্ছে না ইউরোপিয়ান ফুটবল সংস্থা উয়েফা। ফলে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে নেইমারের খেলা বা না খেলা নিয়ে কোন শঙ্কা নেই।
এদিকে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সেমিফাইনালে বুধবার (১৯ আগস্ট) রাতে অলিম্পিক লিঁওকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। রোববার (২৩ আগস্ট) ফাইনালে বায়ার্নের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। প্রথম সেমিফাইনালে জার্মান ক্লাব লাইপজিগকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফাইনাল নিশ্চিত করেছে নেইমার-এমবাপেরা।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]