চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সেমিফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বায়ার্ন মিউনিখের শিবিরে কাঁপুনি ধরায় ফরাসি ক্লাব অলিম্পিক লিঁও। তবে কেবল যথাযথ ফিনিশিংয়ের অভাবে হতাশা ছেঁয়ে গেছে লিঁও শিবিরে। দুর্দান্ত খেলেও হার নিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে তারা। অপর দিকে ফাইনালে পা রেখেছে বায়ার্ন মিউনিখ।
বুধবার (১৯ আগস্ট) রাতে পর্তুগালের লিসবনে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সেমিফাইনালে অলিম্পিক লিঁওকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। দলের হয়ে জোড়া গোল করেছেন সের্গে জিনাব্রির। বাকি গোলটি করেন রবার্ট লেভানডোভস্কি।
কাগজে কলমে বেশ এগিয়ে থাকা বায়ার্নের বিপক্ষে ভালো শুরু করেছিল লিঁও। ম্যাচের চতুর্থ মিনিটেই গোল করে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল তারা। তবে গোল করতে না পেরে দলকে হতাশ করেন মেমফিস ডিপাই।
এরপর আরও দুইটি ভালো সুযোগ তৈরি করে লিঁও। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় আবারও হতাশ হতে হয় তাদের। লিঁও গোল করতে না পারলেও গোল করে বায়ার্নকে লিড এনে দেন জিনাব্রির। খেলার ১৮তম মিনিটে মাঝ মাঠ থেকে বল নিয়ে জোরালো এক শটে গোল করেন তিনি।
ম্যাচের ৩৩তম মিনিটে আবারও গোলের দেখা পান জিনাব্রির। ইভান পেরিসিচের পাস ঠিকঠাক মতো লেভানডোভস্কি শট নিতে না পারলেও ফিরতি শটে বল জালে জড়ান জিনাব্রির।
বিরতির পর মাঠে নেমে আবারও বেশ কিছু আক্রমণ সাজায় লিঁও। তবে এবারও গোল করতে ব্যর্থ ফরোয়ার্ড লাইনে থাকা খেলোয়াড়েরা। উল্টো ৮৮তম মিনিটে লেভানডোভস্কি গোল করে জয়ের আনন্দে ভাসান।
চ্যাম্পিয়নস লিগে রোববারের (২৩ আগস্ট) ফাইনালে বায়ার্নের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। প্রথম সেমিফাইনালে জার্মান ক্লাব লাইপজিগকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে নেইমার-এমবাপেরা।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]