পেলের চ্যালেঞ্জ নেইমারের ব্রাজিল-জার্মানি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৫ পিএম, ০১ মার্চ ২০১৮
পেলের চ্যালেঞ্জ নেইমারের ব্রাজিল-জার্মানি

বিশ্বকাপের জন্য এখনকার ফুটবলাররা বিশেষ প্রস্তুতির তেমন সময় পায় না বলে মনে করেন ফুটবলের জীবন্ত কিংবদন্তী পেলে। তিনি বলেছেন,‘আমরা যখন খেলতাম তখন ফুটবল মৌসুম এত দীর্ঘ ছিল না। বিশ্বকাপের জন্য বিশেষ প্রস্তুতির বেশ কিছুটা সময় পেতাম। তখন ইউরোপে খেলা ফুটবলাররাও বিশ্বকাপের আগে প্রস্তুতির সময় পেত। আমাদের সময়ে ব্রাজিলের ফুটবলাররা দেশেই খেলত। এখন ব্রাজিলের জাতীয় দলের কোর গ্রুপের ফুটবলাররা ইউরোপের চার- পাঁচটি দলে ছড়িয়ে আছে। তাদের দীর্ঘ ১০ মাসের ফুটবল মৌসুম শেষ হবে মে মাসে। তারপরেই জাতীয় শিবিরে চলে যেতে হবে। তাই ইউরোপের যে সব ক্লাব এবার ভালো রেজাল্ট করবে তাদের পক্ষে ভালো খেলা মুশকিল। ক্লান্তি একটি ফ্যাক্টর। তাছাড়া বিভিন্ন দল থেকে জাতীয় দলে গিয়ে মানিয়ে নেওয়ার মুখের কথা নয়।’

পেলে আরো বলেছেন,‘আমি জার্মানিকে গুরুত্ব দিলেও মনে করি তিতের ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রয়েছে। চাই কিছুটা লাক ফ্যাক্টর। গতবার তো নেইমার বিশ্বকাপের মাঝপথে চোট পেয়ে ছিটকে গেল। দলের মনোবল ভেঙে গেল। এই মুহূর্তে নেইমার শুধু ব্রাজিলের নয়, বিশ্বের সেরা ফুটবলার। মেসি আর রোনাল্ডোর মতো দুই মহাতারকার কথা মাথায় রেখেও এই কথা বলছি। রাশিয়া বিশ্বকাপ নেইমারের হতেই পারে। তবে পরিস্থিতির সঙ্গে ওকে দ্রুত মানিয়ে নিতে হবে। কারণ ক্লাব টিমে ও বাঁ-প্রান্ত দিয়ে আক্রমণে ওঠে। কিন্তু দেশের হয়ে নেইমার মিডল করিডর দিয়ে আক্রমণে যায়। নিজের খেলায় এই ‘অ্যাডজাস্টমেন্ট’ নেইমারের মতো প্রতিভাবান ফুটবলার করে নিতে পারবে বলেই মনে হয়।’

নেইমারের বর্তমানের চোট নিয়ে খুব বেশি চিন্তিত নন পেলে। ফুটবল সম্রাট জানিয়েছেন,‘ নেইমারের যা চোট তাতে বিশ্বকাপের আগে ও ফিট হয়ে উঠবে। রাশিয়ায় ১০ নম্বর জার্সি পরে খেলতে অসুবিধা হওয়ার কথা নয়। তবে আগামী এক মাস খুব যতœ নিয়ে রি-হ্যাব করতে হবে নেইমারকে।’

জার্মানিকে বেশ গুরুত্ব দেওয়ার প্রসঙ্গে পেলে বলেছেন,‘ ওদের দলের মূল ফুটবলারা দুই তিনটি ক্লাবে ছড়িয়ে আছে। জার্মান জাতীয় দলের কোচও ফুটবলারদের বেশ ভালোভাবে চেনেন। তাই দল কম্পোজ করতে জার্মানির সুবিধা।’


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ফিরছেন কিংবদন্তি গোলরক্ষক বুফন

ফিরছেন কিংবদন্তি গোলরক্ষক বুফন

আরও ব্যালন ডি জিততে চান রোনালদো

আরও ব্যালন ডি জিততে চান রোনালদো

সৌদির ম্যাচ দিয়ে নিষেধাজ্ঞা মুক্তির আশা ইরানের

সৌদির ম্যাচ দিয়ে নিষেধাজ্ঞা মুক্তির আশা ইরানের

নেইমার বিশ্বের সেরা : পেলে

নেইমার বিশ্বের সেরা : পেলে