হেড কোচ কিকে সেতিয়েনকে বরখাস্ত করার পর অনুমেয়ই ছিল বার্সেলোনার হেড কোচের দায়িত্ব পাচ্ছেন বার্সেলোনার সাবেক ফুটবলার ও বর্তমানে নেদারল্যান্ডস জাতীয় দলের হেড কোচ রোনাল্ড কোম্যান। প্রত্যাশিতভাবে কোম্যানকে হেড কাচ হিসেবে নিয়োগ দিয়েছে কাতালান জায়ান্টরা। কোম্যানের সাথে ২০২২ সালের জুন পর্যন্ত চুক্তি করেছে বার্সেলোনা।
বুধবার (১৯ আগস্ট) স্থানীয় সময় সকালে ক্লাবের ওয়েবসাইটে মূল দলের কোচ হিসেবে কোম্যানকে নিয়োগ দেওয়ার কথা জানায় বার্সেলোনা।
শুক্রবার (১৪ আগস্ট) চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে বার্সেলোনা পর্যদুস্ত হওয়ার পর শুরু হয় তীব্র সমালোচনা। চারদিক থেকে মূল দল পুনর্গঠনের দাবি ওঠে। লা লিগায় ও চ্যাম্পিয়নস লিগে ব্যর্থ হওয়া কোচ কিকে সেতিয়েনকে বরখাস্ত করার মধ্য দিয়ে সেই প্রক্রিয়া শুরু করে বার্সেলোনা।
শুধু কোচ কিকে সেতিয়েনই নয় বরখাস্ত করা হয় স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদালকেও। এর পর বোর্ড সভা শেষে ক্লাব সভাপতি জোসেফ বার্তামেউ জানিয়েছিলেন কোম্যানকে নিয়োগ দেওয়া হবে হেড কোচ হিসেবে। যেই কথা সেই কাজ। তার বলার একদিন পরই এলো চূড়ান্ত সিদ্ধান্ত।
নব্বইয়ের দশকের শুরুতে বার্সেলোনার হয়ে মাঠ মাতিয়েছেন নেদারল্যান্ডের এই মিডফিল্ডার। খেলেছেন তখনকার কোচ ইয়োহান ক্রুইফের বার্সেলোনার বিখ্যাত ‘ড্রিম টিম’ এ। খেলোয়াড়ি জীবন শেষে কোচিং ক্যারিয়ার শুরু করেন কোম্যান। যার শুরুটা হয়েছিল বার্সেলোনার সহকারী কোচ হিসেবে।
এরপর হেড কোচ হিসেবে দায়িত্ব নেন নিজ দেশ নেদারল্যান্ডসের ক্লাবে। নেদারল্যান্ডের আয়াক্স, স্পেনের ভালেন্সিয়া, ইংল্যান্ডের সাউথ্যাম্পটন ও এভারটনসহ আরও বেশ কয়েকটি দলে কোচিং করিয়েছেন। ক্লা কোচিং ছেড়ে ২০১৮ সালে নিজ দেশ নেদারল্যান্ডের হেড কোচের দায়িত্ব নেন তিনি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]