চ্যাম্পিয়নস লিগে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে প্যারিস সেইন্ট জার্মেইন-পিএসজি। সেমিফাইনালে লাইপজিগকে হারিয়ে এ ইতিহাস গড়েন ডি মারিয়া-নেইমাররা।
দল প্রথমবারের মতো ফাইনালে উঠলেও সেমিফাইনালের ম্যাচে গোল বঞ্চিত ছিলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। তবে তার বিরুদ্ধে ‘গোল চুরি’ করার চেষ্টার অভিযোগ তোলা হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে।
ফুটবলের সংবাদভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট গোলডটকম মজার ছলেই এ অভিযোগ তুলেছে। ওয়েবসাইটটির স্যোশাল মিডিয়ার অ্যাকেউন্টে ম্যাচে নেইমারের একটি ছবি শেয়ার করে এ অভিযোগ তোলা হয়।
ক্যাপশনে বলা হয়, ‘জুয়ান বার্নাট পিএসজির তৃতীয় গোলটি করেছেন, তবে নেইমার এটি চুরির চেষ্টা করেছিলেন। তার একটা (গোল) দরকার।’
ঘটনাটি ঘটে ম্যাচে ৬৫ মিনিটে, পিএসজির তৃতীয় গোলের সময়। বিরতির থেকে ফিরে পিএসজির হয়ে শেষ ও তৃতীয় গোলটি করেন জুয়ান বার্নাট ভেলাস্কো। এ সময় গোলবারের ভেতরে উড়ে গিয়ে ডান পায়ে বল স্পর্শ করার চেষ্টা করেন নেইমার। মূলত নিশ্চিত গোল জেনেও নেইমারের এমন কাণ্ডে ‘চুরি’ করার চেষ্টার অভিযোগ তোলা হয়েছে।
নেইমারের এই ছবিটিও ইতোমধ্যে স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কেউ কেউ ‘চুরির চেষ্টা’ পক্ষে কথা বললেও নেইমারের পক্ষেও অনেকে কথা বলছেন। তাদের দাবি, গোলটি নিশ্চিত করতেই ওভাবে উড়ে গিয়েছিলেন নেইমার।
এদিকে ফাইনাল ম্যাচে নেইমার নিষিদ্ধ হওয়ার শঙ্কাও তৈরি হয়েছে। ফাইনালে উঠার আনন্দে প্রোটোকল ভেঙেছেন তিনি। করোনাভাইরাসের কারণে ফুটবলে নিয়মনীতির পরিবর্তনে বলা আছে, ম্যাচ শেষে জার্সি খোলা বা বদল করা যাবে না। তবে অতি উৎসাহে সেটিই করেছেন নেইমার।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]