মার্টিনেস-লুকাকুর নৈপুণ্যে ফাইনালে ইন্টার মিলান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫০ পিএম, ১৮ আগস্ট ২০২০
মার্টিনেস-লুকাকুর নৈপুণ্যে ফাইনালে ইন্টার মিলান

দুই তারকা ফুটবলার রোমেলু লুকাকু ও লাউতারো মাটিনেসের অসাধারণ নৈপুণ্যে শাখতার দোনেস্ককে গোল বন্যায় ভাসিয়ে ইউরোপা লিগের ফাইনালে জায়গা করে নিল ইন্টার মিলান। যেখানে ফাইনালে তাদের প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব সেভিয়া।

সোমবার (১৭ আগস্ট) রাতে জার্মানির ডুসেলডর্ফে ইউরোপা লিগের দ্বিতীয় সেমিফাইনালে শাখতার দোনেস্ককে ৫-০ গোলে হারিয়েছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। দলের হয়ে জোড়া গোল করেন রোমেলু লুকাকু ও লাউতারো মাটিনেস। আর অন্য গোলটি করেন দানিলো দামব্রোজিও।

শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে কন্তের শিষ্যরা। তাতে গোল পেতে দেরি হয়নি মিলানের। ম্যাচের ১৯তম মিনিটে নিকোলো বারেল্লার ডান দিক নেওয়া দারুণ ক্রসে হেড করে বল জালে জড়ান আর্জেন্টাইন স্ট্রাইকার মার্টিনেস। তাতে ১-০ গোলের লিড নেয় ইন্টার।

বিরতির আগে গোল করার সুযোগ পায় প্রথমে গোলে অ্যাসিস্ট করা বারেল্লা। লুকাকুর থেকে বল পেয়ে গোলরক্ষক বরাবর শট করে গোল করতে ব্যর্থ হয়। বারেল্লার মিস করার পর সমতায় ফেরানোর সুযোগ পেয়েও সমতায় ফেরাতে পারেনি মার্কোস আন্তোনি।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার ধার বাড়ায় মিলান। তাতে গোল উৎসবে মেতে উঠে আন্তোনিও কন্তের শিষ্যরা। ম্যাচের ৬৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দামব্রোজিও। আর ৭৪তম মিনিটে নিজের জোড়া গোল ও দলের তৃতীয় গোল করেন মার্টিনেস।

মার্টিনেসের পর জোড়া গোল করেন দলের আরেক তারকা খেলোয়াড় রোমেলু লুকাকু। ম্যাচের ৭৮তম মিনিটে ও ৮১তম মিনিটে গোল করে দলকে জয়েল আনন্দে ভাসান লুকাকু। শুক্রবার শিরোপা লড়াইয়ে প্রতিযোগিতার রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে ইন্টার মিলান।

 [sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস 



শেয়ার করুন :


আরও পড়ুন

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের কারণ জানালেন গার্দিওলা

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের কারণ জানালেন গার্দিওলা

প্রিমিয়ার লিগে বর্ষসেরা কোচের খেতাব পেলেন ক্লপ

প্রিমিয়ার লিগে বর্ষসেরা কোচের খেতাব পেলেন ক্লপ

মেসিকে পেতে ৭ হাজার কোটি টাকা খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

মেসিকে পেতে ৭ হাজার কোটি টাকা খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

ম্যানসিটিকে হারিয়ে শেষ চারে লিঁও

ম্যানসিটিকে হারিয়ে শেষ চারে লিঁও