ফুটবল থেকে অবসর গ্রহণের ঘোষণা দিয়ে আন্ডারলেখটের কোচ হিসেবে চার বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে ৩৪ বছর বয়সী বেলজিয়ামের সাবেক ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানি। সোমবার (১৭ আগস্ট) ক্লাবটির পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে।
২০১৯ সালে ম্যানচেস্টার সিটি ছেড়ে কোচ কাম খেলোয়াড় হিসেবে আন্ডারলেখটে যোগ দিয়েছিলেন কোম্পানি। এখন ফুল টাইম কোচ হিসেবে ফ্রাঙ্কি ভারকাটেরেনের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
ইংল্যান্ডে ম্যানসিটির হয়ে দীর্ঘ ১১ বছর কাটিয়ে দেওয়া ভিনসেন্ট বলেন, ‘আমি পরিপূর্ণ কোচের ভুমিকায় অবতীর্ণ হতে চাই। এ জন্য আমাকে ওই কাজে শতভাগ মনোযোগ দিতে হবে। এই কারণে আমি খেলোয়াড়ী জীবনের অবসান ঘটানোর সিদ্ধান্ত নিয়েছি। তবে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য একই থাকবে। অন্তত চারটি বছর আমি এই ক্লাবের দায়িত্ব পালন করতে চাই। প্রমাণ করতে চাই আধুনিক ফুটবল খেলে আন্ডারখেট জয় লাভে পারদর্শী।’
ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার ও অধিনায়ক হিসেবে কোম্পানি এ পর্যন্ত প্রিমিয়ার লিগের চারটি শিরোপা জয় করেছেন। সেই সঙ্গে জয় করেছেন দুটি এফএ কাপ ও চারটি লিগ কাপের শিরোপা। ক্লাবে সেরা খেলোয়াড়দের তালিকায়ও নিজের নামটি লিখিয়ে নিয়েছেন এই বেলজিয়ান।
১৭ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলে অভিষিক্ত এই তারকা বেলজিয়ামের হয়ে ৮৯টি আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করেছেন। তার নেতৃত্বেই ২০১৮ সালের বিশ্বকাপে তৃতীয় হয়েছিল বেলজিয়াম।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]