বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলের ব্যবধানে হেরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। এমন হারে উতপ্ত হয়ে উঠেছে বার্সেলোনার অন্তরাল। বাধ্য হয়ে দল নিয়ে পরিবর্তনের আভাস দিলেন প্রেসিডেন্ট জোসেফ বার্তেমেউ।
স্থানীয় সংবাদ মাধ্যমকে কড়া ভাষায় বার্তেমেউ বলেছেন, ‘বার্সেলোনার ক্লাবের জন্য এটা অনেক কঠিন রাত ছিল। বার্সা সমর্থক, সদস্য, খেলোয়াড় এবং সবার জন্য আমি দুঃখপ্রকাশ করছি। তবে এ নিয়ে আর কিছু বলার নেই। ম্যাচ নিয়ে কিছু বলার জন্য উপযুক্ত সময় এখন না। আমাদের এখন ভবিষ্যতের জন্য তৈরি হতে হবে।’
ভবিষ্যতের জন্য দল নিয়ে অনেক সিদ্ধান্তের কথাও জানিয়ে দিয়েছেন বার্তেমেউ। বলেন, ‘বেশ কিছু সিদ্ধান্ত আমরা এরই মধ্যে নিয়ে ফেলেছি। আগামী কয়েকদিনের মধ্যে আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী সপ্তাহ থেকে একের পর এক ঘোষণা দেওয়া হবে।’
শেষ আট থেকে বিদায় নেওয়ার পর গুঞ্জন উঠেছে প্রধান কোচ কিকে সেতিয়েনকে বরখাস্ত করবে বার্সেলোনা। বিষয়টি নিয়েও মুখ খুলেছেন বার্তেমেউ।
বলেন, ‘এ মূর্হুতে কোচের ব্যাপারে কিছু না বলাই ভালো বলে আমি মনে করছি। চ্যাম্পিয়নস লিগের আগেই অনেক সিদ্ধান্ত হয়ে গেছে। ভবিষ্যৎ বলবে কী হবে।’
আর্নেস্তো ভালভার্দের বিদায়ের পর বার্সেলোনার দায়িত্ব পেয়েছিলেন কিকে সেতিয়েন। তবে তার দায়িত্বকালীন সাত মাসে কেবল ব্যর্থতারই প্রকাশ পেয়েছে।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে স্মরণকালের সেরা লজ্জাজনক হারের পর বার্সেলোনায় সেতিয়েনের ভবিষ্যৎ অস্পষ্ট হলেও চিন্তিত নন তিনি। নিজের ব্যর্থতায় দুঃখও প্রকাশ করে বলেছেন, ‘আমার থাকা না থাকার কথা বলার সময় এটা নয়। এটা আমার ওপর নির্ভরও করছে না। আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নই। সমর্থকদের কথা ভেবে আমার খারাপ লাগছে।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]