চেলসির সাথে ৭ বছরের সম্পর্কের ইতি টানলেন উইলিয়ান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৪ এএম, ১১ আগস্ট ২০২০
চেলসির সাথে ৭ বছরের সম্পর্কের ইতি টানলেন উইলিয়ান

অবশেষে চেলসি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন চেলসির ব্রাজিলিয়ান উইঙ্গার উইলিয়ান। সাত বছর পর ব্লুজদের ছেড়ে যাওয়ার বিষয়টি ভক্তদের উদ্দেশ্যে লেখা একটি চিঠিতে বেশ আবেগঘনভাবে জানিয়েছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।

ইনস্টাগ্রামে এ সম্পর্কে উইলিয়ান লিখেছেন, ‘এখন সময় এসেছে অন্যত্র চলে যাওয়ার। এখানে আমি চমৎকার সাতটি বছর কাটিয়েছি। ২০১৩ সালে আমি যখন চেলসি থেকে প্রস্তাব পেয়েছিলাম তখন বুঝতে পেরেছিলাম এই ক্লাবটি হচ্ছে সেই ক্লাব যেখানে আমার খেলা উচিত। এখন আমি নিশ্চিত যে সেটা আমার সেরা ক্যারিয়ারের সেরা সিদ্ধান্ত ছিল। এই দীর্ঘ সময়ে বেশ কিছু আনন্দের মুহূর্ত এসেছে, কিছু কিছু দুঃখের সময়ও ছিল।’

‘ক্লাবের হয়ে আমি শিরোপার স্বাদ পেয়েছি এবং প্রতিটি মুহূর্তই আমার জন্য অত্যন্ত গভীর ছিল। শিরোপা জয় ছাড়াও আমি এখানে অনেক কিছু শিখেছি। এখানে আমার অনেক উন্নতি হয়েছে। ক্রমশই আমি নিজেকে আরও ভালো খেলোয়াড় ও ভালো একজন ব্যক্তি হিসেবে গড়ে তুলেছি। প্রতিটি ট্রেনিং সেশন, প্রতিটি ম্যাচ, ড্রেসিং রুমে কাটানো প্রতিটি মুহূর্ত আমাকে বিভিন্ন ধরনের শিক্ষা দিয়েছে।’

রোববার (৯ আগস্ট) ৩২ বছরে পা রাখা উইলিয়ান আরও বলেছেন, ক্লাবে থাকাকালিন সময়ে তিনি একইসাথে ভালবাসা ও সমালোচনা দুটোই পেয়েছেন। যে কারণে সবসময় নিজের সেরাটা দিতে প্রস্তুত থাকতেন।

উইলিয়ান বলেন, ‘স্ট্যামফোর্ড ব্রীজে যেভাবে সমর্থকরা আমাকে স্বাগত জানিয়েছে তাতে আমি তাদের কাছে চির কৃতজ্ঞ। ক্লাবের পুরোটা সময় তারা আমাকে নিঃস্বার্থভাবে সমর্থন দিয়ে গেছে। একইসাথে তারা সমালোচনাও করেছে, এটাই স্বাভাবিক। প্রতিটি ম্যাচে, প্রতিটি অনুশীলনে এ কারণেই আমি সেরাটা দিতে পেরেছি। চেলসির জার্সি গায়ে শেষ মুহূর্ত পর্যন্ত আমি নিজেকে উন্নতি করার চেষ্টা করেছি। এখন সময় এসেছে বিদায় জানানোর। আমি অবশ্যই সতীর্থদের দারুণ মিস করবো। ক্লাবের প্রতিটি স্টাফকেও মিস করবো। তারা আমাকে নিজের ছেলের মত দেখেছে। একইসাথে ভক্তরা তো রয়েছেই। এখানে আমি যা পেয়েছি তাতে মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

জাভিকে বড় অংকের জরিমানা

জাভিকে বড় অংকের জরিমানা

রোনালদোর জোড়া গোলেও শেষ ষোলো থেকে জুভেন্টাসের বিদায়

রোনালদোর জোড়া গোলেও শেষ ষোলো থেকে জুভেন্টাসের বিদায়

করোনায় একাদশ পূর্ণ হলো দেশের ফুটবলে

করোনায় একাদশ পূর্ণ হলো দেশের ফুটবলে

ফুটবল ম্যাচ নিয়ে এএফসির গাইডলাইন পেয়েছে বাফুফে

ফুটবল ম্যাচ নিয়ে এএফসির গাইডলাইন পেয়েছে বাফুফে