জুভেন্টাসের নতুন কোচ আন্দ্রে পিরলো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৭ এএম, ১০ আগস্ট ২০২০
জুভেন্টাসের নতুন কোচ আন্দ্রে পিরলো

চ্যাম্পিয়নস লিগে ব্যর্থতার দায়ে প্রধান কোচ মাউরিসিও সারিকে বরখাস্ত করেছে ইতালিয়ান ফুটবল ক্লাব জুভেন্টাস। একদিনের ব্যবধানে জুভেন্টাসের নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এসি মিলান, জুভেন্টাস ও ইতালির কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রে পিরলোকে।

শনিবার (৮ আগস্ট) আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সিরি-এ লিগে টানা নবমবারের মতো শিরোপা জয়ীরা। ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের এই পছন্দটি বিশ্বাসের ওপর ভিত্তি করে। পিরলোর হাতে ক্লাবকে এগিয়ে নেওয়ার জন্য একটি অভিজ্ঞ এবং প্রতিভা সম্পন্ন দল আছে।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো’র দ্বিতীয় লেগে ফরাসি ক্লাব লিঁওর বিপক্ষে ২-১ গোলে জিতেও টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে ইতালির সবচেয়ে সফল ক্লাব জুভেন্টাস। ফেব্রুয়ারিতে প্রথম লেগের ম্যাচে ১-০ গোলে পরাজিত হয়েছিল জুভেন্টাস।

অথচ রিয়াল মাদ্রিদ থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ভেড়ানোর পর থেকেই মূলত চ্যাম্পিয়নস লিগ ট্রফির স্বাদ নিতে মরিয়া তুরিনের ক্লাবটি। সেই চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতার দায়ই নিতে হলো সারিকে। সারির তত্ত্বাবধানে টানা নবমবারের মত ইতালিয়ান লিগ সিরি-এ’র ট্রফি জয় করে নিলেও চ্যাম্পিয়নস লিগ থেকে ছিঁটকে পড়ায় চাকরি হারাতে হলো সারিকে।

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার একদিন পরই সারির পরিবর্তে নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় পিরলোকে। জুলাই মাসে জুভেন্টাস অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব পেয়েছেন। অল্প দিনেই দায়িত্ব পেলেন মূল দলের। তরুণ এই (৪১ বছর বয়সী) কোচকে ওল্ড লেডিদের ডাগ আউটে দিতে হবে বড় পরীক্ষা। কারণ যুব কিংবা সিনিয়র কোন পর্যায়ের ফুটবলে আগে তার কোচিং করানোর অভিজ্ঞতা নেই। তবে পিরলোর আছে সমৃদ্ধ ফুটবল ক্যারিয়ার। সামনে থেকে দীর্ঘদিন দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। সেটাই এগিয়ে রাখছে পিরলোকে।

ক্যারিয়ারে ইতালির হয়ে বিশ্বকাপ জিতেছেন তিনি। এছাড়া জুভেন্টাসের হয়ে চারটি সিরি-এ লিগ ট্রফি ও এসি মিলানের হয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ ট্রফি। ২০১৫ সালে জুভেন্টাসের হয়ে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেললেও জেতাতে পারেননি শিরোপা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

রোনালদোর জোড়া গোলেও শেষ ষোলো থেকে জুভেন্টাসের বিদায়

রোনালদোর জোড়া গোলেও শেষ ষোলো থেকে জুভেন্টাসের বিদায়

ম্যানসিটির কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে রিয়ালের বিদায়

ম্যানসিটির কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে রিয়ালের বিদায়

করোনায় একাদশ পূর্ণ হলো দেশের ফুটবলে

করোনায় একাদশ পূর্ণ হলো দেশের ফুটবলে

ফুটবল ম্যাচ নিয়ে এএফসির গাইডলাইন পেয়েছে বাফুফে

ফুটবল ম্যাচ নিয়ে এএফসির গাইডলাইন পেয়েছে বাফুফে