চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২২ পিএম, ০৯ আগস্ট ২০২০
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে বার্সেলোনা

ছবি : বার্সেলোনা

মেসি-সুয়ারেজদের নৈপূণ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে জায়গা করে নিয়েছে বার্সেলোনা। নাপোলিকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠা মেসি-সুয়ারেজদের সামনে এখন বুন্দেসলিগা জায়ান্ট বায়ার্ন মিউনিখ।

শনিবার (৮ আগস্ট) রাতে ন্যু ক্যাম্পে শেষ ষোলোর ফিরতি লেগে নাপোলিকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে বার্সেলোনা। প্রথম লেগে নাপোলির মাঠে ১-১ গোলে ড্র করায় দুই লেগ মিলিয়ে গোলের ব্যবধান হয়েছে ৪-২।

ঘরের মাঠে খেলতে নেমে প্রথম ১০ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। রাকিটিচের কর্নার থেকে আসা বলে হেড করে জালে জড়ান ক্লিমেন্ট লেঙ্গলেট। এরপর ম্যাচের ২৩ মিনিটে গোলের ব্যবধান দ্বিগুণ করেন লিওনেল মেসি।

প্রতিপক্ষের খেলোয়াড়ের জটলার মধ্যে থেকেও সুযোগ বের করে কোনাকুনি শটে জাল খুঁজে নেন স্বাগতিক দলের অধিনায়ক। চলতি উয়েফা আসরে এটি তার তৃতীয় গোল এবং চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে ১১৫তম।
sportsmail24
৭ মিনিট পর ম্যাচের ৩০ মিনিটে দ্বিতীয় গোল করেছিলেন মেসি। তবে ভিএআরে সেটি বাতিল করে দেন রেফারি। রাকিটিচের ক্রস থেকে পাওয়া বল নিয়ন্ত্রণ নিতে তার হাতে স্পর্শ হয়েছিল বলে ভিএআরে ধরা পড়ে।

২-০ গোলে এগিয়ে থাকা বার্সেলোনা প্রথমার্ধের শেষ সময়ে আরও একটি গোলের দেখা পায়। বিরতির ঠিক আগে (৪৫+১) আগে মেসিকে ফাউল করলে পেনাল্টি পেয়ে যায় বার্সেলোনা। পেনাল্টি কিক থেকে গোল করেন লুইস সুয়ারেজ।
sportsmail24
৩-০ গোলে বার্সেলোনা এগিয়ে যাওয়ার কিছুক্ষণ পর রাকিটিচের মাথাগরম আচরণে পেনাল্টি পেয়ে যায় নাপোলিও। সুযোগ পেয়ে আর ভুল করেনি অতিথিরা। এক গোল শোধ করে বিরতিতে যান লরেঞ্জো ইনসিগনে।বিরতি থেকে ফিরে আরও কোন গোলের দেখা পায়নি কোন দল। ফলে ৩-১ গোলের জয় নিয়েই মাঠে ছাড়ে বার্সেলোনা।

একই রাতে কোয়ার্টারে যাওয়া ও বার্সেলোনা প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের চেলসিকে। প্রথম লেগে চেলসির মাঠ থেকে ৩-০ গোলে জয় পেয়েছিল বাভারিয়ানরা। দুই লেগ মিলিয়ে তাদের গোলের ব্যবধান ৭-১।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

চ্যাম্পিয়নস লিগ ব্যর্থতায় চাকরি হারালেন জুভেন্টাস কোচ

চ্যাম্পিয়নস লিগ ব্যর্থতায় চাকরি হারালেন জুভেন্টাস কোচ

শঙ্কা কাটিয়ে চারদিনেই পাকিস্তানকে হারালো ইংল্যান্ড

শঙ্কা কাটিয়ে চারদিনেই পাকিস্তানকে হারালো ইংল্যান্ড

ম্যানসিটির কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে রিয়ালের বিদায়

ম্যানসিটির কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে রিয়ালের বিদায়

সবকিছু নতুন লাগছে টেস্ট অধিনায়কের

সবকিছু নতুন লাগছে টেস্ট অধিনায়কের