ডান হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন চেলসির উইঙ্গার ক্রিস্টিয়ান পুলিসিচ। এ কারণে আগামী মৌসুমের শুরুতে চেলসির হয়ে মাঠ নামতে পারবেন না এই মার্কিন তারকা।
শনিবার (৭ আগস্ট) আর্সেনালের বিপক্ষে এফএ কাপের ফাইনালে ২-১ গোলে পরাজয়ের ম্যাচটিতে ওয়েম্বলি স্টেডিয়ামে ইনজুরিতে পড়েন পুলিসিচ। চেলসি ম্যানেজার ফ্রাংক ল্যাম্পার্ড পুলিসিচের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি জানিয়েছেন, ‘ধারণা করা হচ্ছে ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে ছয় সপ্তাহ সময় লাগবে। সে কারণে এটা অন্তত নিশ্চিত যে নতুন মৌসুমের শুরুতে তার আর খেলা হচ্ছে না। তবে আমরা ইনজুরির সঠিক চিকিৎসা করতে চাই।’
প্রিমিয়ার লিগের নতুন মৌসুম আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। চেলসির হয়ে প্রথম মৌসুমে দারুণ ছন্দে থাকা পুলিসিচ ১১টি গোল করেছেন ও আটটি এসিস্ট করেছেন। বরুসিয়া ডর্টমুন্ড থেকে তিনি গত মৌসুমে চেলসিতে যোগ দিয়েছিলেন।
ল্যাম্পার্ড মনে করেন প্রথম বছরেই সে তার ক্যারিয়ারের সেরা সময়টা কাটিয়েছে। প্রিমিয়ার লিগের প্রথম বছরেই এই ধরনের পারফরম্যান্স খুব কমই দেখা যায়। এ কারণেই যত দ্রুত সম্ভব এই উইঙ্গারের সুস্থতা কামনা করেছেন ল্যাম্পার্ড।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]