চ্যাম্পিয়নস লিগ ব্যর্থতায় চাকরি হারালেন জুভেন্টাস কোচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৮ এএম, ০৯ আগস্ট ২০২০
চ্যাম্পিয়নস লিগ ব্যর্থতায় চাকরি হারালেন জুভেন্টাস কোচ

চ্যাম্পিয়নস লিগে ব্যর্থতার দায়ে প্রধান কোচ মারিসিও সারিকে বরখাস্ত করেছে ইতালিয়ান ফুটবল ক্লাব জুভেন্টাস। ক্লাবের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে স্থানীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে এ কথা বলা হয়েছে। তবে ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কোন ঘোষণা দেওয়া হয়নি।

চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলো’র দ্বিতীয় লেগে শুক্রবার (৭ আগস্ট) রাতে তুরিনে অনুষ্ঠিত ম্যাচে ফরাসি ক্লাব লিঁওর বিপক্ষে ২-১ গোলে জিতেও টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে ইতালির সবচেয়ে সফল ক্লাব জুভেন্টাস। ফেব্রুয়ারিতে প্রথম লেগের ম্যাচে ১-০ গোলে পরাজিত হয়েছিল জুভেন্টাস।

অথচ রিয়াল মাদ্রিদ থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ভেড়ানোর পর থেকেই মূলত চ্যাম্পিয়নস লিগ ট্রফির সাদ নিতে মরিয়া তুরিনের ক্লাবটি। সেই চ্যাম্পিয়নস লিগে ব্যর্থতার দায়ই নিতে হলো সারিকে।

যদিও সারির তত্ত্বাবধানে টানা নবমবারের মতো ইতালিয়ান লিগ সিরি-এ ট্রফি জয় করে নেয় জুভেন্টাস। তবে করোনাভাইরাসের কারণে বিরতির পর ফিরে জুভেন্টাসের যাচ্ছে তাই পারফরম্যান্স ভাবিয়ে তুলে কর্তৃপক্ষকে। ইন্টার মিলানের চেয়ে মাত্র ১ পয়েন্টে এগিয়ে লিগ মৌসুম শেষ করে জুভেন্টাস। এর মধ্যেই আবার চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ায় কপাল পুড়লো সারির।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

করোনায় একাদশ পূর্ণ হলো দেশের ফুটবলে

করোনায় একাদশ পূর্ণ হলো দেশের ফুটবলে

ফুটবল ম্যাচ নিয়ে এএফসির গাইডলাইন পেয়েছে বাফুফে

ফুটবল ম্যাচ নিয়ে এএফসির গাইডলাইন পেয়েছে বাফুফে

৫৫ স্টাফকে ছাঁটাই করতে যাচ্ছে আর্সেনাল

৫৫ স্টাফকে ছাঁটাই করতে যাচ্ছে আর্সেনাল

সিরি-এ লিগে বর্ষসেরা ফুটবলার পাওলো দিবালা

সিরি-এ লিগে বর্ষসেরা ফুটবলার পাওলো দিবালা