স্প্রিন্ট থেকে অবসর নেওয়াার পর ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেছিলেন স্প্রিন্ট কিং জ্যামাইকার উসাইন বোল্ট। অস্ট্রেলিয়া ‘এ’ লিগে পেশাদার ফুটবলার হওয়ার লক্ষ্যে নিজেকে প্রমাণের জন্য যথার্থ সুযোগ পাননি বলে দাবি করেছেন বোল্ট।
আটবারের অলিম্পিক চ্যাম্পিয়ন, শৈশবের স্বপ্ন ফুটবল খেলোয়াড় হওয়ার লক্ষ্যে অ্যাথলেটিক্স ছেড়ে ২০১৮ সালে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সে চেষ্টা করেছিলেন। প্রাক-মৌসুমে দু’টি গোল করে নিজেকে প্রমাণও করেছিলেন বোল্ট। তবে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে। আয়ারল্যান্ডের সাবেক স্ট্রাইকার অ্যান্ডি কেওগ বলেছিলেন, ‘ট্রাম্পোলিনের মতো স্পর্শ ছিল এবং চুক্তির আলোচনায় তা ব্যর্থ হয়েছিল।’
অস্ট্রেলিয়ার চ্যানেল নাইন টেলিভিশন নেটওয়ার্ককে বোল্ট বলেন, ‘আমার মনে হয় না, আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে করতে পেরেছি। সেটা এমন একটা কিছু যা আমি ভালভাবে করতে পারতাম।’
এর আগে জার্মানি, দক্ষিণ আফ্রিকা ও নরওয়ের ক্লাবগুলো হয়ে খেলার জন্য চেষ্টা করেছিলেন ১০০ ও ২০০ মিটারের বিশ্বরেকর্ডের মালিক বোল্ট। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ক্যারিয়ার পরিবর্তনে কোন অনুশোচনা রয়েছে কি-না? তিনি বলেন, ‘আমি মাঝে মাঝে এটি নিয়ে চিন্তা করি, আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে কাজ করেনি। কারণ ফুটবল এমন একটি বিষয়, যা আমি ভালোবাসি। তবে এটি সত্য যে, এটি কার্যকর হয়নি, আর এটি সর্ম্পকে মনেও করি না। কিন্তু অতীতকে সরিয়ে নেওয়ার জন্য এটি অন্যান্যগুলোর মধ্যে একটি।’
এ বছরের শুরুর দিকে, কন্যা সন্তানের বাবা-মা হন বোল্ট ও তার স্ত্রী কেসি বেনেট। তিনি বলেন, ফুটবলার না হয়েও হতাশার মাঝেও তিনি জীবন নিয়ে সন্তষ্ট ছিলেন। এখন অভিভাবক হওয়াটা, ভিন্ন কিছু। এটি আপনাকে বিশেষ কিছু অর্জনের অনুভূতি দিয়েছে, তাই আমি সত্যিই খুশি এবং এই যাত্রাটি করতে আমি মুখিয়ে আছি। এটি কেবল বেঁচে থাকার এবং দিনের পর দিন অভিজ্ঞ করছে।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]