কোভিড-১৯ পরিস্থিতিতে আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২২ বাছাইপর্ব ও এএফসি কাপের ম্যাচ আয়োজনে সদস্য দেশগুলোর জন্য নির্দেশনা প্রণয়ন করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। ইতোমধ্যে সদস্যদেশগুলোকে নির্দেশনাপত্র পাঠিয়েছে এএফসি। যা হাতে পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) এক ভিডিও বার্তায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘এক সপ্তাহ আগেই ‘ম্যাচ অপারেশন প্রটোকল ডিউরিং কোভিড-১৯ পেন্ডামিক’ শিরোনামে বিভিন্ন ফেডারেশনের কাছে একটি গাইডলাইন পাঠিয়েছে এএফসি। ওই গাইডলাইনে দেওয়া নিয়ম অনুসরণ করেই আমাদেরকে ফিফা বিশ্বকাপ ২০২২ এর বাছাইপর্ব ও এএফসি কাপসহ যে কোন আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে হবে। ম্যাচে দলগুলোকে অবশ্যই এই নির্দেশনার প্রতি সম্মান দেখাতে হবে।’
তিনি আরও বলেন, ‘এএফসির সদস্য অ্যাসোসিয়েশনগুলো খেলা পরিচালনার অভিজ্ঞতা আমলে নিয়ে এবং বিভিন্ন দেশের স্বাস্থ্য মন্ত্রনালয়ের গৃহীত নিয়মাবলীর দিকে লক্ষ্য রেখেই এই গাইডলাইনটি তৈরি করা হয়েছে। সেখানে খেলা আয়োজনের জন্য প্রধানত তিনটি নির্দেশনা রয়েছে। প্রথমত দর্শক শূন্য মাঠ, দ্বিতীয়ত স্বল্প সংখ্যক দর্শক এবং তৃতীয়ত গ্যালারি পূর্ণ দর্শক নিয়ে খেলা পরিচালনা করতে হলে কি কি বিষয় মেনে চলতে হবে সে বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে।’
ম্যাচ আয়োজনের জন্য স্টেডিয়ামগুলোকে চারভাগে ভাগ করার কথা জানিয়েছে এএফসি। এছাড়া স্টেডিয়ামে প্রবেশে বিভিন্ন নিয়ম-কানুন মেনে চলার কথা বলা হয়েছে। মাঠে প্রবেশ ও বের হওয়ার জন্য ভিন্ন পথ ব্যবহার করতে বলা হয়েছে নির্দেশনাবলীতে।
এ ব্যাপারে সোহাগ বলেন, ‘খেলাধুলা আয়োজনের জন্য স্টেডিয়ামকে চার ভাগে ভাগ করতে হবে। জোন-১, জোন-২, জোন-৩, জোন-৪। এই জোন গুলোতে টিম, ম্যাচ অফিসিয়াল, দর্শক, মিডিয়া, সম্প্রচারক প্রতিষ্ঠানকে কি কি নিয়ম কানুন মেনে স্টেডিয়ামে প্রবেশ করবে এবং নিজ নিজ দায়িত্ব পালন করবে সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিশেষ করে দলগুলোকে ম্যাচের দিন অনেকগুলো নির্দেশনা মেনে স্টেডিয়ামে প্রবেশের বিধান রয়েছে। যেমন প্রতিটি দল স্টেডিয়ামে ভিন্ন ভিন্ন সময়ে প্রবেশ, স্টেডিয়ামে প্রবেশ ও বের হওয়ার জন্য ভিন্ন ভিন্ন পথ ব্যবহার করা, ড্রেসিং রুমে খুব কম সময় অবস্থান করা, টিম বেঞ্চে বসার সময় মুখে মাস্ক রাখা, করোমর্দন থেকে বিরত থাকা, পর্যাপ্ত পরিমাণ হ্যান্ড স্যানিটাইজার রাখাসহ আরও অনেক নির্দেশনা। এএফসির অধিভুক্ত বাফুফে এবং এর সদস্যদের ম্যাচ চলাকালে কীভাবে চলতে হবে সে নির্দেশনাও রয়েছে এই গাইডলাইনে।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]