করোনা মহামারীর কারণে আর্থিকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে ফুটবল ক্লাবগুলো। আর সে কারণেই ৫৫ জন স্টাফকে বরখাস্ত করার পরিকল্পনা করেছে ইংলিশ ক্লাব আর্সেনাল।
ইতোমধ্যেই এপ্রিলে কোচ মিকেল আর্তেতাসহ মূল দলের সকল খেলোয়াড় তাদের বেতন সাড়ে ১২ শতাংশ কাটার ব্যাপারে রাজী হয়েছে। আর্সেনালের নির্বাহী সদস্যগণও আগামী এক বছর তাদের বেতনের এক তৃতীয়াংশ কমানোর ব্যাপারে মত দিয়েছে। এত কিছুর পরে করোনা মহামারীতে যে পরিমাণ ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে বেশ বেগ পেতে হচ্ছে গানার্সরদের।
সে কারনেই আরও বেশি গুরুত্ব সহকারে বিষয়টি বিবেচনা করতে গিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে যে দীর্ঘমেয়াদে ক্লাবের রাজস্ব ক্ষতি কাটিয়ে ওঠার জন্য অপ্রয়োজনীয় স্টাফদের ছাঁটাইয়ের বিকল্প নেই। এক বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে ক্লাবের জন্য তাদের দীর্ঘদিনের এই সমস্ত বিশ্বস্ত স্টাফকে বিদায় জানানোর বিষয়টি খুবই হতাশার।
ফুটবল, বানিজ্য বিভাগ ও প্রশাসন বিভাগ থেকে স্টাফ ছাঁটাই করা হবে বলে ক্লাব সূত্র নিশ্চিত করেছে। এর মধ্যে বেশিরভাগই বানিজ্য ও প্রশাসন বিভাগের।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]