সিরি-এ লিগে বর্ষসেরা ফুটবলার পাওলো দিবালা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১১ এএম, ০৭ আগস্ট ২০২০
সিরি-এ লিগে বর্ষসেরা ফুটবলার পাওলো দিবালা

২০১৯-২০ মৌসুমে সিরি-এ লিগের বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন জুভেন্টাসের ফরোয়ার্ড পাওলো দিবালা। আর্জেন্টাইন এ তারকা ফরোয়ার্ড এবারের লিগে ১৩টি গোল করা ছাড়াও ১০টি এসিস্ট করেছেন।

এছাড়া জুভেন্টাসের হয়ে জিতেছেন সিরি-এ, কোপা ইতালিয়া ও সুপারকোপা ইতালিয়ানা শিরোপা। পালেরমো ও জুভেন্টাসের হয়ে ইতালিতে আট মৌসুম কাটানো দিবালা ইতোমধ্যেই ক্যারিয়ারের পঞ্চম সিরি-এ শিরোপা জেতার কৃতিত্ব দেখিয়েছেন।

২০১৮-১৯ মৌসুমে মোস্ট ভ্যালুয়েবেল প্লেয়ার (এমভিপি) পুরস্কার বিজয়ী সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোকে পিছনে ফেলে দিবালা এবার বর্ষসেরার পুরস্কার জয় করে নিয়েছেন।

এদিকে গত মৌসুমে সেরা গোলরক্ষক মনোনীত হয়েছেন জুভেন্টাসের পোলিশ গোলরক্ষক ওজিচিয়েচ সিজিসনি, সেরা ডিফেন্ডার হয়েছেন ইন্টার মিলানের ডাচ ডিফেন্ডার স্টিফান ডি ভ্রিজ, আটালান্টার আর্জেন্টাইন মিডফিল্ডার আলেহান্দ্রো গোমেজ সেরা মিডফিল্ডার, ল্যাজিওর সিরো ইমোবিল সেরা ফরোয়ার্ড ও সেরা তরুণ খেলোয়াড় মনোনীত হয়েছেন পার্মার মিডফিল্ডার ডিয়ান কুলুসেভিস্কি।

১৯৯৭ সালে সিরি-এ লিগের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার প্রবর্তিত হওয়ার পর খুব কম সংখ্যক আর্জেন্টাইন এ পুরস্কার জয়ের কৃতিত্ব দেখিয়েছেন। এর আগে ২০১০ সাল দিয়েগো মিলিতো, ২০১৫ সালে কার্লোস তেভেজ ও ২০১৮ সালে মাউরো ইকার্দি আর্জেন্টাইন খেলোয়াড় হিসেবে এ পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

রোনালদোদের অপেক্ষা বাড়িয়ে উদিনেসের জয় উল্লাস

রোনালদোদের অপেক্ষা বাড়িয়ে উদিনেসের জয় উল্লাস

আমরা চ্যাম্পিয়নস লিগও জিততে চাই : দিবালা

আমরা চ্যাম্পিয়নস লিগও জিততে চাই : দিবালা

সিরি-এ লিগের নতুন মৌসুম শুরুর তারিখ চূড়ান্ত

সিরি-এ লিগের নতুন মৌসুম শুরুর তারিখ চূড়ান্ত

অবশেষে করোনাকে বিদায় বললেন দিবালা

অবশেষে করোনাকে বিদায় বললেন দিবালা