তিন বছর আগে বার্সেলোনা থেকে বিশ্ব রেকর্ড চুক্তিতে পিএসজিতে যোগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। তারপর থেকে এই প্রথমবারের মত ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মনে করছেন, এই মুহূর্তে পিএসজিতে তিনি সেরা ফর্মে আছেন।
পিএসজি’র হয়ে এই তিন বছরে নয়টি শিরোপা জয় করেছেন নেইমার। তবে এবার প্যারিসের জায়ান্টদের হয়ে এই তালিকায় চ্যাম্পিয়নস লিগের শিরোপাটাও যোগ করতে চান তিনি। ২৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তার নিজস্ব ওয়েবসাইটে এমনটাই জানিয়েছেন।
এ সম্পর্কে তিনি বলেছেন, ‘এই তিন বছরে আমি অনেক কিছু শিখেছি। একই সাথে বেশ কিছু ভাল মুহূর্তের পাশাপাশি কঠিন সময়ও এখানে কাটিয়েছি। বিশেষ করে ইনজুরি আমাকে বারবার যখন এখানে খেলতে দেয়নি সেই সময়গুলো ক্যারিয়ারের কঠিন সময় ছিল। কিন্তু সতীর্থদের সহায়তায় আমি আবারো নিজেকে সুস্থ করে মাঠে ফিরিয়ে এনেছি। ফিরে আসার পর যে বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেওয়ার প্রয়োজন ছিল সেগুলো নিয়ে কাজ করেছি।’
তিনি আরও বলেন, ‘সকলের সম্মিলিত প্রচেষ্টায় লিগ শিরোপা ঘরে তুলেছি। প্রতিটি ম্যাচেই আমাদের লড়াই করতে দেখেছে সমর্থকরা। এই ক্লাবটি একেবারেই পরিবারের মত। যে কারণে আমি বিশ্বাস করি প্যারিসে আসার পর এই মুহূর্তে আমি সেরা ফর্মে আছি। আমরা এবার চ্যাম্পিয়নস লিগের শিরোপাও জিততে চাই। এজন্য আমাদের লড়াই করতে হবে, এর আগে কখনই আমরা শিরোপার এত কাছে আসতে পারিনি।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]