দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরানের এবার আক্রান্ত হলেন বাংলাদেশ ফুটবল দলের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। তার সাথে তার স্ত্রী চৈতি ঘোষেরও করোনা পজিটিভ ধরা পড়েছে।
বুধবার (৫ আগস্ট) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে আজ বুধবার থেকে শুরু হওয়া ক্যাম্পে বিশ্বনাথ ঘোষের যোগ দেওয়ার কথা ছিল।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে অংশ নেওয়ার আগে ব্যক্তি উদ্যোগে প্রত্যেক খেলোয়াড়ের করোনা পরীক্ষা বাধ্যতামূলক ছিল। সেই অনুযায়ী সোমবার (৩ আগস্ট) করানো পরীক্ষা করান বিশ্বনাথ। সেই রিপোর্টে স্ত্রী চৈতি ঘোষ-সহ তার করোনা পজিটিভ ধরা পড়ে।
বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইপর্বের দ্বিতীয় পর্বের বাকি চার ম্যাচ সামনে রেখে গাজীপুর সারাহ রিসোর্টে আজ বুধবার (৫ আগস্ট) থেকে শুরু হয়েছে জাতীয় ফুটবল দলের ক্যাম্প। স্বাস্থ্য বিধি মেনে তিন ভাগে ক্যাম্পে উঠবেন ফুটবলাররা।
প্রাথমিকভাবে ৩৬ ফুটবলারকে ডাকা হলেও আপাতত ক্যাম্প শুরু হবে ৩১ জন নিয়ে। তবে বিশ্বনাথ করোনায় আক্রান্ত হওয়ায় এখন সংখ্যা নেমে আসলো ৩০ জনে।
করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের খেলা চলতি বছরের অক্টোবরে শুরু হচ্ছে। ফেরার ম্যাচে সিলেট জেলা স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]