চলতি বছরের ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ২০২০-২১ সালের নতুন সিরি-এ মৌসুম। সাধারণত যে তারিখে ইতালিয়ান এই লিগ শুরু হয় তার থেকে এক সপ্তাহ পিছিয়ে এবারের মৌসুম শুরু হচ্ছে। ইতালিয়ান লিগ এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে।
লিগের পক্ষ থেকে জানানো হয়েছে অধিকাংশ ক্লাব আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত মেনে নিয়েছে। করোনার কারণে মার্চ থেকে জুন এই তিন মাস বন্ধ থাকার পর ২০১৯-২০ মৌসুম ইতোমধ্যে শেষ হয়েছে। লিগে রেকর্ড টানা নবমবারের মতো শিরোপা জয় করেছে জুভেন্টাস।
পূর্ববর্তী মৌসুমগুলোর মতো এবার খুব বেশিদিন ছুটি রাখা হবে না। আসন্ন মৌসুমে বড়দিনের ছুটি কমিয়ে আনা হয়েছে বলে লিগ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
২৬ জয় ও সাত হারে ৮৩ পয়েন্ট নিয়ে আসর শেষ করেছে জুভেন্টাস। ৮২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল ইন্টার মিলান। ৭৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আটালান্টা। আর আটালান্টার সমান ৭৮ পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় চারে লাৎসিও।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]