ইউরোপিয়ান শীর্ষ লিগগুলোর সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জিতেছেন লাৎসিওর স্ট্রাইকার চিরো ইমোবিল। শনিবার (১ আগস্ট) সিরি-এ’তে নাপোলির বিপক্ষে একটি গোল করে সর্বোচ্চ গোলদাতা হন ইমোবিল। তবে এ ম্যাচে নাপোলির কাছে ২-১ গোলে হেরেছে লাৎসিও।
এবারের লিগে ৩৭ ম্যাচে অংশ নিয়ে ৩৬টি গোল করেন ইমোবিল। তাতে ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন তিনি। এবারের লিগে ৩৬ গোল করে আর্জেন্টিনার গঞ্জালো হিগুইয়েইনের রেকর্ড স্পর্শ করেন ইমোবিল। এর আগে ২০১৫-১৬ মৌসুমের ৩৬ গোল করে রেকর্ড গড়েছিলেন নাপোলির হয়ে খেলা হিগুয়েইন।
সিরি-এ লিগে তৃতীয়বারের মতো গোল্ডের বুটও জিতলেন ইমোবিল। এর আগে ২০১৩-১৪ আসরে ২২ গোল করে এবং ২০১৭-১৮ মৌসুমে ২৯ গোল করে ইন্টার মিলানের মাউরো ইকার্দির সঙ্গে যৌথভাবে জিতেছিলেন এই পুরস্কার।
এছাড়াও আরও একটি রেকর্ডের মালিক হয়েছেন ইমোবিল। ২০০৬-০৭ সালের পর এবারই প্রথম ইতালিয়ান লিগের কোন ফুটবলার ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতল। সর্বশেষ জিতেছিলেন ফ্রান্সেসকো টোট্টি। ইমোবিলের নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো এবার লিগে গোল করেছেন ৩১টি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]