চেলসিকে হারিয়ে আর্সেনালের এফএ কাপ শিরোপা জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৪ পিএম, ০২ আগস্ট ২০২০
চেলসিকে হারিয়ে আর্সেনালের এফএ কাপ শিরোপা জয়

শুরুতে এগিয়ে গেলেও তা ধরে রাখতে পারেনি চেলসি। পিছিয়ে পড়েও পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের জোড়া গোলে চেলসিকে হারিয়ে এফএ কাপের ১৪তম শিরোপা ঘরে তুললো আর্সেনাল। ২০১৬-১৭ মৌসুমেও চেলসিকে হারিয়ে নিজেদের ১৩তম শিরোপা জিতেছিল দলটি।

লন্ডনের দর্শকশূন্য ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার ( ১আগস্ট) ফাইনালে চেলসির মুখোমুখি হয় আর্সেনাল। যেখানে দশজনের চেলসিকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল। সেমিফাইনালের মতো এদিনও জোড়া গোল করেছেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। চেলসির হয়ে একমাত্র গোলটি করেন ক্রিস্টিয়ান পুলিসিচ।

শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে এফএ কাপের ফাইনাল। শুরুর তৃতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও তা হয়ে উঠেনি আর্সেনালের। অবামেয়াংয়ের হেড জালে না জড়ানোয় হতাশ হতে হয় আর্সেনালকে। উল্টো পঞ্চম মিনিটে এগিয়ে যায় চেলসি। জিরুডের বাড়ানো বলে জালে বল জড়ান পুলিসিচ।

দশম মিনিটে আবারও সুযোগ পেলেও এ যাত্রায় গোল করতে ব্যর্থ হন পুলিসিচ। তবে ম্যাচের ২৮তম মিনিটে দলকে সমতায় ফেরান চলতি মৌসুমে দুর্দান্ত খেলা পিয়েরে-এমেরিক অবামেয়াং। পেনাল্টি শট থেকে নির্বিঘ্নে গোল করেন অবামেয়াং। তার পর অবশ্য আর পিছনে ফিরে তাকাতে হয়নি আর্সেনালকে।

sportsmail24

১-১ গোলের সমতা রেখে বিরতি গেলে বিরতি থেকে ফিরে গোল করে দলকে এগিয়ে নেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। ৬৭তম মিনিটে নিকোলাস পেপের বাড়ানো ক্রসে এক ডিফেন্ডারকে কাটিয়ে ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করেন অবামেয়াং। ৭৩তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে চেলসি মিডফিল্ডার মাতেও কোভাচিচ মাঠ ছাড়ে। এরপর আর কোন গোল না হওয়ায় ২-১ গোলের ব্যবধােনে জয় তুলে নেয় আর্সেনাল।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অনাস্থা ভোট, নতুন সঙ্কটে বার্সা সভাপতি

অনাস্থা ভোট, নতুন সঙ্কটে বার্সা সভাপতি

শুরু হচ্ছে বেলজিয়ান, মিলেনি দর্শক প্রবেশের অনুমতি

শুরু হচ্ছে বেলজিয়ান, মিলেনি দর্শক প্রবেশের অনুমতি

শিরোপা জয়ের পরের ম্যাচেই জুভেন্টাসের হার

শিরোপা জয়ের পরের ম্যাচেই জুভেন্টাসের হার

লুকানোর কিছু নেই, বার্সেলোনাই আমার মূল লক্ষ্য : জাভি

লুকানোর কিছু নেই, বার্সেলোনাই আমার মূল লক্ষ্য : জাভি