সদ্যই ২০১৯-২০ মৌসুমের ইতালিয়ান ফুটবল লিগের শিরোপা জিতেছে জুভেন্টাস। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে প্রথম দল হিসেবে টানা নয়বার লিগ শিরোপা জয়ের রেকর্ড গড়েছে দলটি। রোমার বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শেষ করবে তারা।
চলতি লিগ শেষ হওয়ার আগেই আগামী মৌসুমের শিরোপা নিয়ে ভাবছেন জুভেন্টাসের স্ট্রাইকার পাওলো দিবালা। শুধু ভাবনাই নয় পরবর্তী মৌসুমেও সিরি-এ লিগের শিরোপা জিততে চান।
দা গার্ডিয়ানকে দিবালা বলেন, ‘আমি, আমার সতীর্থরা ও ক্লাব জিততে পছন্দ করে, এই ইচ্ছাই আমাদেরকে বিজয়ী করেছে। টানা নয়টি শিরোপা জয় দুর্দান্ত ব্যাপার, আমরা নিজেদের নিয়ে গর্বিত। আমরা এখনই আগামী মৌসুমের শিরোপা নিয়ে ভাবতে শুরু করেছি। আমরা আগামী বছরও শিরোপা জিততে চাই।’
এবারের মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শিরোপাতেও চোখ দিবালার। তিনি বলেন, ‘এখন আমরা চ্যাম্পিয়নস লিগে মনোযোগী হচ্ছি। আমরা চ্যাম্পিয়নস লিগও জিততে চাই।’
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো’র প্রথম লেগে অলিম্পিক লিওঁর মাঠে ১-০ গোলে হেরেছে জুভেন্টাস। তুরিনে ৭ আগস্ট ফিরতি লেগে আবারও মুখোমুখি হবে তারা।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]