‘ব্রাজিলে নেইমারের চেয়ে মেসির জনপ্রিয়তা বেশি’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫০ এএম, ০১ আগস্ট ২০২০
‘ব্রাজিলে নেইমারের চেয়ে মেসির জনপ্রিয়তা বেশি’

বর্তমান সময়ে ব্রাজিল ফুটবলে সবচেয়ে জনপ্রিয় ফুটবল তারকা নেইমার জুনিয়র। আর আর্জেন্টিনাতে জনপ্রিয় ফুটবল তারকা লিওনেল মেসি। তবে ব্রাজিলের সাবেক মিডফিল্ডার জে রবার্তো, দিলেন অবাক করা তথ্য। তিনি বললেন, ব্রাজিলের শিশুরা নেইমারের চেয়ে মেসিকেই বেশি পছন্দ করে।

রবার্তো বলেন, ‘পেলে ও ম্যারাডোনার পাশাপাশি ফুটবল ইতিহাসের সেরাদের একজন মেসি। দুর্দান্ত এক ফুটবলার। ইতোমধ্যে তা প্রমাণ করেছেন সে। তবে ব্রাজিলের শিশুরা নেইমারের চেয়ে মেসিকেই বেশি পছন্দ করে। কারণ মেসি যেভাবে খেলে সেটা ব্রাজিলিয়ানদের সাথে বেশি যায়। তাই মেসির খেলা বেশি পছন্দ করে তারা।’

বিশ্বসেরা খেলোয়াড়ের তকমা পেয়েও বিশ্বকাপ ছোয়া হয়নি মেসির। ২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালে উঠেছিল মেসির আর্জেন্টিনা। কিন্তু ফাইনালে ১১৩ মিনিটে ম্যাচের একমাত্র গোল খেয়ে শিরোপা হাতছাড়া হয় আর্জেন্টিনার।

২০০৬ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপে খেলা মিডফিল্ডার রবার্তো মেসির হাতে বিশ্বকাপ দেখতে চান। তিনি বলেন, ‘যদি মেসি বিশ্বকাপ জিততো আমি খুব খুশি হতাম। কারণ সে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়। বিশ্বকাপ তার প্রাপ্য।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মালয়েশিয়ায় হবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ

মালয়েশিয়ায় হবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ

ফাইনাল ম্যাচের তারিখ নিয়ে অসন্তুষ্ট উয়েফা

ফাইনাল ম্যাচের তারিখ নিয়ে অসন্তুষ্ট উয়েফা

দর্শক নিয়ে সাহসী পদক্ষেপ নিল ফ্রান্স

দর্শক নিয়ে সাহসী পদক্ষেপ নিল ফ্রান্স

চ্যাম্পিয়নস লিগে দিবালাকে নিয়ে শঙ্কা

চ্যাম্পিয়নস লিগে দিবালাকে নিয়ে শঙ্কা