বর্তমানে কাতারি ক্লাব আল-সাদের দায়িত্ব পালন করলেও বার্সেলোনাকে কোচিং করানোই নিজের মূল লক্ষ্য বলে জানিয়েছেন বার্সেলোনার সাবেক তারকা মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। তবে বর্তমান কাজের ওপরই বেশি গুরুত্ব দিতে চান বলে জানিয়েছেন তিনি।
বার্সেলোনার জার্সি গায়ে পুরো পেশাদার ক্যারিয়ার কাটিয়ে দেওয়া জাভি বলেন, ‘এখানে লুকানোর কিছু নেই। আমি সব সময়ই বলেছি বার্সেলোনাই আমার মূল লক্ষ্য। বার্সেলোনা আমার বাড়ি এবং এখানে কাজ করতে পারাটা স্বপ্নের মতই। কিন্তু এখন আমি আল-সাদের প্রতি গুরুত্ব দিতে চাই। নতুন মৌসুমের দিকে তাকিয়ে আছি।’
তিনি আরও বলেন, ‘বার্সেলোনার প্রশ্ন যখন আসবে সেটা দীর্ঘমেয়াদে কিংবা কম সময়ের জন্য হলেও তখন সেটা দেখা যাবে। সব মিলিয়ে আমাদের অবশ্যই কিকে সেতিয়েনের ওপর আস্থা রাখতে হবে। আমি তার ভবিষ্যতের জন্য শুভ কামনা করছি। অনেক সময় বার্সেলোনার খেলোয়াড়রা খুবই ভাল খেলে, কখনও মাঝারি মানের আবার কখনও একেবারেই বাজে খেলে। কিন্তু আমার সেতিয়েনের পরিকল্পনা পছন্দ হয়েছে। আগের দলটিসহ এবারের দলটি নিয়ে তার পরিকল্পনা বেশ গুছানো ছিল। সকলের সামনে ভাল কিছু ম্যাচ উপহার দেওয়ার সে চেষ্টা করেছে।’
সেতিয়েনের উত্তরসূরী হিসেবে মৌসুমের অনেকটা সময় জুড়েই জাভির নাম শোনা গেছে। কিন্তু ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বর্তমান কোচের ওপরই তিনি আস্থা রাখতে চান। বার্সেলোনা ভিত্তিক ক্রীড়া দৈনিক মুন্ডো দিপোর্তিভোতে বার্তোমেউ এ সম্পর্কে বলেছেন, ‘জাভির সাথে আমার সম্পর্কটা দারুণ। আমরা প্রায়ই বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলি। কিন্তু কিকে সেতিয়েনের সাথে আমাদের চুক্তি এখনও বহাল আছে।’
২০১৫-২০১৯ সাল পর্যন্ত আল-সাদে খেলেছেন জাভি এবং তারপরপরই ক্লাবের কোচের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ২০২২ বিশ্বকাপ ফুটবলের আয়োজক হিসেবে কাতার ইতিহাস রচনা করবে বলে জাভির বিশ্বাস। তিনি বলেন, ‘এটা একটি ঐতিহাসিক বিশ্বকাপ হতে যাচ্ছে। এতে কোন সন্দেহ নেই। এখানে যারাই আসবে তারাই দেশটিকে দেখে অবাক হবে। কাতারে সবকিছুই আছে।’
জাভি আরও বলেছেন, তিনি আশা করছেন তার সাবেক বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসি আসন্ন এই বিশ্বকাপে অংশ নিবে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]