করোনা পরবর্তী সময়ে মাঠে ক্রিকেট ফিরিয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ডের মাটিতে ফিরেছে ইংলিশ প্রিমিয়ার লিগও। মাঠে খেলা ফেরালেও দর্শক প্রবেশের অনুমতি দেয়নি ব্রিটিশ সরকার। তবে বেশ কয়েকদিন ধরে মাঠে দর্শক ফেরানোর পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার। যার নমুনা ইতোমধ্যে লক্ষণীয়।
তবে চলতি বছর ইংল্যান্ডের কোন ক্রীড়া ইভেন্টই আর পরিপূর্ণ দর্শক নিয়ে আয়োজনের সবুজ সঙ্কেত পাচ্ছে না। বৃটিশ সরকারের এক উর্ধ্বতন কর্মকর্তা সূত্রে জানা গেছে, ২০২০-২১ প্রিমিয়ার লিগ মৌসুমের পুরোটাই দর্শক কমানার পরিকল্পন করা হচ্ছে।
বৃটিশ সরকার চলতি মাসের শুরুতে ঘোষণা দিয়েছিল স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষামূলকভাবে দর্শকদের মাঠে প্রবেশের অনমুতি দেওয়া হবে। প্রথম ইভেন্ট হিসিবে ক্রিকেটে রোববার (২৬ জুলাই) ওভালে সারে বনাম মিডলসেক্সের মধ্যকার একটি প্রীতি ম্যাচে হাজারখানেক দর্শক উপস্থিতিরি অনুমতি দেওয়া হয়েছিল। এরপর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ও গুডউড হর্স রেসিংয়ে দর্শক উপস্থিতি নিয়ে চিন্তা করছে বৃটিশ সরকার।
সরকার এবং স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে কাজ করা ক্রস-স্পোর্টস ওয়ার্কিং গ্রুপের সদস্য জেমস কালডার বলেছেন, ‘এ বছর পুরো স্টেডিয়াম ভর্তি দর্শক দেখতে পাওয়াটা খুবই বিস্ময়কর হবে। সত্যিকার অর্থে আমি মনে করি ভ্যাক্সিন না আসা পর্যন্ত এটা সম্ভব নয়।’
তিনি আরও জানিয়েছেন, প্রিমিয়ার লিগের নতুন মৌসুমেও দর্শকের সংখ্যা সীমিত রাখা হবে। আগামী বছর পুরো বিষয়টি পর্যবেক্ষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]