মালয়েশিয়ায় হবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৭ এএম, ৩০ জুলাই ২০২০
মালয়েশিয়ায় হবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত এএফসি চ্যাম্পিয়ন্স লিগের দুই গ্রুপের ম্যাচের স্বাগতিক হয়েছে মালয়েশিয়া। এরপরও এশিয়ার মূল এ ফুটবল প্রতিযোগিতায় আরও দুটি গ্রুপের ম্যাচ নিজেদের মাঠে আয়োজন করতে পারছে না দেশগুলো।

পশ্চিমাঞ্চলের চারটি গ্রুপের ম্যাচই আয়োজনের ব্যাপারে রাজি হয়েছে কাতার। সে কারণে মালয়েশিয়ায় ইস্ট-জোনের গ্রুপ-জি ও গ্রুপ-এইচ এর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। যেখানে অংশ নেবে- জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার মতো বড় দলগুলো।

করোনা মহামারির কারণে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ মার্চ থেকে বন্ধ রয়েছে। ১৪ সেপ্টেম্বর কাতারের ম্যাচগুলো পুনরায় শুরু হবে। আর ১৭ অক্টোবর থেকে মালয়েশিয়ায় মাঠে গড়াবে এ ফুটবল চ্যাম্পিয়নশীপ।

এশিয়ান ফুটবল কনফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ-ই ও গ্রুপ-এফ’র ম্যাচগুলোর নিরপেক্ষ ভেন্যু ও নক আউট পর্বের ম্যাচগুলোর ভেন্যু এখনো নিশ্চিত করা হয়নি। এছাড়া টুর্নামেন্টের সময় কমিয়ে আনার নিরিখে নকআউট পর্বের ম্যাচগুলো সিঙ্গেল লেগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

দর্শক নিয়ে সাহসী পদক্ষেপ নিল ফ্রান্স

দর্শক নিয়ে সাহসী পদক্ষেপ নিল ফ্রান্স

বর্ষসেরা কোচের খেতাব পেলেন ক্লপ

বর্ষসেরা কোচের খেতাব পেলেন ক্লপ

প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট পেলেন জেমি ভার্ডি

প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট পেলেন জেমি ভার্ডি

বাংলাদেশ ফুটবল দলে ফিনল্যান্ড প্রবাসীসহ চার নতুন মুখ

বাংলাদেশ ফুটবল দলে ফিনল্যান্ড প্রবাসীসহ চার নতুন মুখ