চলতি বছরের ৩০ আগস্ট গ্রীক কাপের ফাইনাল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে গ্রীক ফুটবল ফেডারেশন। গ্রীক ফুটবল ফেডারেশনের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন উয়েফা কর্মকর্তা হার্বার্ট হুয়েবেল।
২৩ আগস্ট লিসবনে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আয়োজনের সিদ্ধান্ত রয়েছে। হুয়বেল মনে করেন, গ্রীক কাপের এই ফাইনালের সূচিটি বেশি দেরিতে ফেলা হয়েছে। এতে করে ওই দেশের কোন ক্লাবগুলো পরের মৌসুমের ইউরো টুর্নামেন্টে খেলতে যাচ্ছে তার সিদ্ধান্ত নিতে বিলম্ব ঘটবে।
চলতি মৌসুমের খেলা শেষের আগে ৩ আগস্টের মধ্যে গ্রীক কাপসহ সবগুলো জাতীয় প্রতিযোগিতা শেষ করতে ফিফা ও উয়েফার জোড়ালো নির্দেশনা রয়েছে। ইউরোপের আন্তঃক্লাব প্রতিযোগিতার জন্য গ্রীসের প্রতিনিধি নির্ধারণ এবং ক্লাবগুলোর স্কোয়াড নির্বাচনের জন্যই উয়েফা এই তারিখ ঘোষণা করেছে বলে বিজ্ঞপ্তির মাধ্যমে জানান হুয়েবেল।
মূলত, ২৬ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অলিম্পিয়াকোস বনাম এইকে এথেন্সের মধ্যকার ফাইনাল ম্যাচটি। সাবেক চ্যাম্পিয়নরা এথেন্স অলিম্পিক স্টেডিয়াম বাদ দিয়ে রিজোপলির মত ছোট মাঠে খেলতে রাজি নয়। এর বাইরে আবার ম্যাচটি রোববারে (২৬ জুলাই) না দিয়ে তারিখ পরিবর্তনে ক্ষুব্ধ অলিম্পিয়াকোস।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]