চোটের ধরন দেখেই ধারণা ছিল, বেশ কিছুদিনের জন্যই মাঠের বাইরে থাকতে হবে কিলিয়ান এমবাপেকে। এবার সেটিই সত্য হলো। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে কিলিয়ান এমবাপেকে পাচ্ছে না পিএসজি।
সোমবার (২৭ জুলাই) এক বিবৃতিতে পিএসজি এ তথ্য নিশ্চিত করেছে। গোড়ালির চোটের কারণে তিন সপ্তাহের মতো তাকে দলের বাইরে থাকতে হবে।
গত শুক্রবার সাঁত এতিয়েনকে ১-০ ব্যবধানে হারিয়ে ফরাসি কাপের শিরোপা জিতেছে পিএসজি। ওই ম্যাচের প্রথমার্ধে বাজেভাবে ফাউলের শিকার হন তারকা ফরোয়ার্ড এমবাপে।
পিএসজি জানায়, সোমবার কিলিয়ান এমবাপ্পের ডান অ্যাঙ্কেলের চোটের অবস্থা জানতে পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে অ্যাঙ্কেলে আঘাতের সঙ্গে লিগামেন্টও ছিঁড়ে গেছে। এমন চোট সেরে উঠতে অন্তত তিন সপ্তাহ সময় লাগে।
এদিকে, শুক্রবার (৩১ জুলাই) ফরাসি লিগ কাপের ফাইনালে লিওঁর বিপক্ষে খেলবে টমাস টুখেলের দল। এরপর ১২ অগাস্ট (বুধবার) খেলবে চ্যাম্পিয়ন্স লিগে। এই দুই ম্যাচেই এমবাপেকে পাওয়া যাচ্ছে না।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]