বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে করোনা পরবর্তী সময়ে মাঠে ফিরতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। আসন্ন বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে ৩৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ৩৬ সদস্যের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজীসহ চার নতুন মুখ।
বর্তমানে বসুন্ধরা কিংসের হয়ে খেলছেন ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী। তারিক কাজী ছাড়া বাকি তিনজন হলেন পুলিশ এফসির মিডফিল্ডার নাজমুল ইসলাম ও ফরোয়ার্ড এম এস বাবলু। এছাড়া উত্তর বারিধারার ফরোয়ার্ড সুমন রেজা। দলে নতুন চার জনের পাশাপাশি দলে ফিরেছেন আরও তিন ফুটবলার।
ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন বসুন্ধরা কিংসের দুই মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ ও মাশুক মিয়া জনি। এছাড়া দলে ফিরছেন শেখ রাসেলের ফরোয়ার্ড আব্দুল্লাহ। বিশ্বকাপ ও এশিয়ান কাপে নিজেদের গ্রুপে আরও চারটি ম্যাচ বাকি আছে বাংলাদেশের। ৫ আগস্ট থেকে গাজীপুরের সারা রিসোর্টে শুরু হবে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প।
প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া ৩৬ ফুটবলার
গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকো, শহীদুল আলম সোহেল ও পাপ্পু হোসেন।
ডিফেন্ডার: তপু বর্মন, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, টুটুল হোসেন বাদশা, রায়হান হাসান, রহমত মিয়া, ইয়াছিন আরাফাত, কাজী তারিক রায়হান ও মনজুরুর রহমান মানিক।
মিডফিল্ডার: আতিকুর রহমান ফাহাদ, রবিউল হাসান, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, মাসুক মিয়া জনি, মামুনুল ইসলাম, সোহেল রানা, মোহাম্মদ আরিফুর রহমান, রিয়াদুল হাসান, জামাল ভূঁইয়া, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন ও নাজমুল ইসলাম রাসেল।
ফরোয়ার্ড: মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজ, সাদ উদ্দিন, নাবীব নেওয়াজ জীবন, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ আবদুল্লাহ, এম এস বাবলু ও সুমন রেজা।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]