পর্তুগীজ ও রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ব্যালন ডি’অর তথা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন পাঁচবার। এতে তিনি সন্তুষ্ট। তবে, তিনি যদি আরও দুই বা তিনবার এই পুরস্কার জিততে পারেন তাহলে আনন্দিত হবেন।
ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছেন, ‘আমি কখনো পাঁচবার ব্যালন ডি’অর জেতার স্বপ্ন দেখিনি। আমাকে যদি এখন ক্যারিয়ার শেষ করতে হয় তাহলে আমি খুশি থাকব। আমি যদি আরও দুই বা তিনবার ব্যালন ডি’অর জিততে পারি তাহলে আনন্দিত হব।’
তিনি আরও বলেন, ‘এমনকি আমি যদি নাও জিতি তাও আমি ইতোমধ্যে পাঁচবার জিতেছি। কিন্তু আমার এখনও আত্মবিশ্বাস আছে। পুরস্কারের জন্য প্রতিযোগিতা করার শক্তি আমার আছে। এটি নির্ভর করছে শিরোপা জেতার উপর।’
রোনালদো বলেন, ‘আমি জীবনে যা নিয়ে স্বপ্ন দেখেছি তাই অর্জন করেছি।’
আগামী জুন-জুলাইয়ে রাশিয়ায় অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপ নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো বলেন, ‘আমরা ফেভারিট নই। আমাদের সৎ হতে হবে।’
তিনি বলেন, ‘ব্রাজিল, জার্মানি, স্পেন, আর্জেন্টিনার মতো দলে অনেক তারকা খেলোয়াড় আছে। কিন্তু ফুটবলে সবই সম্ভব। প্রথমে আমরা সফলভাবে গ্রুপ পর্ব শেষ করতে চাই। তারপর দেখব কী হয়। আসল লক্ষ্য হচ্ছে প্রথম পর্ব।’