ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) ফুটবলের নতুন মৌসুমের পর্দা সেপ্টেম্বরে উঠছে -এমনটা জানাই ছিল। তবে দিন চূড়ান্ত ছিল না। অবশেষে সেটিও জানা গেল। প্রিমিয়ার লিগ ফুটবলের ২০২০-২১ মৌসুম মাঠে গড়াবে ১২ সেপ্টেম্বর (শনিবার)। একই দিন শুরু হবে দ্বিতীয় সারির ইংলিশ ফুটবল লিগও।
ইংল্যান্ডের শীর্ষ ঘরোয়া টুর্নামেন্ট ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) নতুন এ আসরের পর্দা নামবে ২০২১ সালের ২৩ মে। এছাড়া চ্যাম্পিয়নশিপ, লিগ কাপ ও লিগ টু মৌসুমও শেষ হবে মে মাসের ৮ ও ৯ তারিখে।
চলতি মৌসুমের প্রিমিয়ার লিগ মৌসুম শেষ হচ্ছে রোববার। বৈশ্বিক করোনাভাইরাস মহামারির কারণে মাঝে অবশ্য তিন মাস ফুটবলের লড়াই বন্ধ ছিল।
পরবর্তী মৌসুমের প্রস্তুতির জন্য ক্লাবগুলো সাত সপ্তাহ সময় পাচ্ছে। অবশ্য যেসব দল চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগে খেলবে তারা কম সময় পাচ্ছে।
এদিকে রেকর্ড সাত ম্যাচ হাতে রেখে আগেই চলতি আসরের শিরোপা নিশ্চিত করেছে লিভারপুল।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]