নেইমারের গোলে চ্যাম্পিয়ন পিএসজি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৪ এএম, ২৬ জুলাই ২০২০
নেইমারের গোলে চ্যাম্পিয়ন পিএসজি

ছবি : পিএসজি

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের একমাত্র গোলে ফরাসি কাপের শিরোপা পুনরুদ্ধার করেছে পিএসজি। শুক্রবার (২৪ জুলাই) রাতে নেইমারের একমাত্র গোলে সেত এতিয়েনকে ১-০ গোলে হারিয়েছে প্যারিসের ক্লাবটি।

শিরোপা জয় করলেও দুশ্চিন্তার কালো মেঘ থাবা বসিয়েছে কিলিয়ান এমবাপের চোট। প্রথমার্ধে বাজে ফাউলের শিকার হয়ে মাঠ ছাড়তে হয়েছে। শিরোপা উদযাপনে তাকে দেখা গেছে ক্র্যাচে ভর দিয়ে মাঠে আসতে।

এমবাপে মাঠ ছাড়ার আগেই নেইমারের গোলে এগিয়ে যায় পিএসজি। ম্যাচের ১৪তম মিনিটে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা ফরোয়ার্ডের তৈরি করা সুযোগ কাজে লাগান নেইমার। নেইমারের ওই এক গোলেই শেষ পর্যন্ত শিরোপা এনে দেয় প্যারিসের ক্লাবটিকে।
sportsmail24
এমবাপেকে ফাউল করে লোইচ পেরিন লাল কার্ড দেখলে ৩১ মিনিট থেকে বাকি সময় ১০ জন নিয়ে খেলেছে এতিয়েন। তবে লম্বা সময় পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরা পিএসজিকে ভুগতে হয়েছে বেশ।

গ্যালারিতে বেশকিছু দর্শক ছিল। ফলে শিরোপা উদযাপন একেবারে একা একা হয়নি। গত বছর ফাইনালে উঠেও রেনের বিপক্ষে পিএসজির হারতে হয়েছিল। তবে এবার আর ভুল তা হয়নি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পিএসজিতেই থাকছেন এমবাপে

পিএসজিতেই থাকছেন এমবাপে

ত্রাণের তালিকায় নেইমারের নাম!

ত্রাণের তালিকায় নেইমারের নাম!

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত নেইমার-এমবাপের ক্লাব

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত নেইমার-এমবাপের ক্লাব

নেইমার-লাউতারো দু’জনকেই চায় বার্সেলোনা

নেইমার-লাউতারো দু’জনকেই চায় বার্সেলোনা