করোনাভাইরাসের সংক্রমণের কারণে ইকুয়েডরের প্রধান কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর একটি ম্যাচেও দায়িত্ব পালন করতে হয়নি ডাচ কোচ জর্ডি ক্রুইফকে। এরই মধ্যে তিনি ওই দায়িত্ব ছেড়ে যাচ্ছেন বলে বৃহস্পতিবার (২৩ জুলাই) ঘোষণা দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।
এক বিজ্ঞপ্তিতে ইকুয়েডর ফুটবল ফেডারেশন (এফইএফ) জানায়, ‘কোচকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে একমত হয়েছে দল। চুক্তির শর্ত মোতাবেক ক্ষতিপুরণ দিতেও রাজি।’
ডাচ কিংবদন্তি জোহান ক্রুইফের পুত্রকে চলতি বছরের জানুয়ারিতে নিযুক্ত করা হয়েছিল। কিন্তু ফেব্রুয়ারিতে ইকুয়েডরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার খবর পেয়েই তিনি চলে আসেন তার ফুটবল ক্যারিয়ারের অধিকাংশ সময় কাটানো স্পেনে।
অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ের খেলা শুরুর সম্ভাবনা থাকায় ১৭ জুলাই ইকুয়েডরে ফেরার কথা ছিল ক্রুইফের। এরপর সেখানে খেলা শুরুর কথা ছিল। এদিকে দেশটির ক্রীড়া পরিচালকের পদ থেকে গত সপ্তাহে পদত্যাগ করেছেন স্পেনের নাগরিক এন্টনিও কর্ডন। তার দাবি সেখানে পর্যাপ্ত যন্ত্রপাতির ঘাটতি আছে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]