কড়া নিয়মে মাঠে গড়াচ্ছে চাইনিজ সুপার লিগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৯ এএম, ২৩ জুলাই ২০২০
কড়া নিয়মে মাঠে গড়াচ্ছে চাইনিজ সুপার লিগ

বিপুল সংখ্যক করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় চলতি মাসের শেষ সপ্তাহের শনিবার (২৫ জুলাই) থেকে পরিকল্পনা অনুযায়ী শুরু হচ্ছে এবারের চাইনিজ সুপার লিগ (সিএসএল)। বিষয়টি নিশ্চিত করেছে চাইনিজ সুপার লিগ কর্তৃপক্ষ।

সর্বমোট ১৮৭০ জন খেলোয়াড় ও কোচিং স্টাফের মধ্যে এই পরীক্ষা পরিচালনা করা হয়। তবে এই পরীক্ষায় কোন পজিটিভ কেস ধরা পড়েনি। সিএসএল জানিয়েছে, দেরিতে শুরু হওয়া মৌসুমে প্রতি সপ্তাহে একবার করে খেলোয়াড়দের কোভিড-১৯ পরীক্ষা করা হবে।

লিগে ১৬টি দল দুই গ্রুপের বিভক্ত হয়ে অংশ নিবে। এদের মধ্যে একটি গ্রুপ উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর ডালিয়ান ও অপরটি সাংহাইয়ের নিকটবর্তী সুজোতে খেলবে। করোনাভাইরাস থেকে সকলকে নিরাপদ রাখার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি স্বাগতিক শহরের একটি হোটেলে সব খেলোয়াড়, স্টাফ ও অফিসিয়ালদের রাখা হবে। দুই মাসের মধ্যে তারা পরিবারের সাথে দেখা করতে পারবে না।

করোনা মহামারী আকারে ছড়িয়ে পড়ার আগে ফেব্রুয়ারিতে চাইনিজ সুপার লিগের মৌসুম শুরু হওয়ার কথা ছিল। ডালিয়ানে ফ্যাবিও ক্যানাভারোর বর্তমান চ্যাম্পিয়ন গুয়াংজু এভারগ্রান্ডে বনাম এফএ কাপ বিজয়ী সাংহাই শিনহুয়ার মধ্যকার ম্যাচ দিয়ে এবারের মৌসুম শুরু হচ্ছে। দিনের আরেক ম্যাচে উহান জাল খেলবে নতুন উন্নীত ক্লাব কিংডাও হুয়ানগাইয়ের বিপক্ষে। প্রতিটি ম্যাচই দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যালন ডি’অরের ৬৪ বছরের ইতিহাস ভাঙলো করোনা

ব্যালন ডি’অরের ৬৪ বছরের ইতিহাস ভাঙলো করোনা

মাঠে ফুটবল ফেরাতে ওয়ালি ফয়সালের অনুরোধ

মাঠে ফুটবল ফেরাতে ওয়ালি ফয়সালের অনুরোধ

ক্লাব বিহীন শীর্ষ পাঁচ ফুটবলার

ক্লাব বিহীন শীর্ষ পাঁচ ফুটবলার

চ্যাম্পিয়নস লিগ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সেতিয়েন

চ্যাম্পিয়নস লিগ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সেতিয়েন