চ্যাম্পিয়নস লিগের আগেই মাঠে নামছে বায়ার্ন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০১ এএম, ২৩ জুলাই ২০২০
চ্যাম্পিয়নস লিগের আগেই মাঠে নামছে বায়ার্ন

চলতি বছরের আগস্ট মাসে চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলো’র ফিরতি লেগে মাঠে নামবে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। তার আগে ৩১ জুলাই প্রীতি ম্যাচে মার্সেই’র মুখোমুখি হবে জার্মানির বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার (২১ জুলাই) দুই ক্লাবের পক্ষ থেকেই এ ঘোষণা দেওয়া হয়েছে।

ইউরো টুর্নামেন্টের শেষ ষোলো’র প্রথম লেগে চেলসির বিপক্ষে ৩-০ গোলের জয় নিয়ে এগিয়ে রয়েছে জার্মান জায়ান্টরা। ৮ আগস্ট প্রিমিয়ার লিগের ক্লাবটির অতিথি হবে তারা। চেলসি বাঁধা পেরোনোর পর শেষ আটের লড়াইয়ে বার্সেলোনাকে প্রতিপক্ষ হিসেবে পেতে পারে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

এক বিবৃতিতে ফ্লিক বলেন, চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগে খেলতে নামার আগে অলিম্পিক মার্সেই’র বিপক্ষে আমরা একটি ইতিবাচক প্রস্তুতিমূলক সময় কাটাতে চাই। আমাদের খেলোয়াড় ও কোচিং স্টাফরা উচ্চমাত্রার এই ম্যাচকে সামনে রেখে দারুণ মনোযোগী। ’

ফরাসি ওই ক্লাবটি বর্তমানে মৌসুম পূর্ব সফরে রয়েছে। রোববার (১৯ জুলাই) তারা অস্ট্রিয়ার তৃতীয় বিভাগের ক্লাব এফসি পিঞ্জগাউ সালফেলদেনকে ৫-১ গোলে হারিয়েছে। শেষ আটের ওই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে লিসবনের রুদ্ধদ্বার স্টেডিয়ামে। ২৩ আগস্ট বেনফিকার এস্তাদিও দ্যা লুইজে অনুষ্ঠিত হবে ফাইনাল।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মাঠে ফুটবল ফেরাতে ওয়ালি ফয়সালের অনুরোধ

মাঠে ফুটবল ফেরাতে ওয়ালি ফয়সালের অনুরোধ

নিগেল পিয়ারসনকে বরখাস্ত করেছে ওয়াটফোর্ড

নিগেল পিয়ারসনকে বরখাস্ত করেছে ওয়াটফোর্ড

বেলজিয়ামে পরীক্ষায় অবতীর্ণ হচ্ছে নিউজিল্যান্ড

বেলজিয়ামে পরীক্ষায় অবতীর্ণ হচ্ছে নিউজিল্যান্ড

সপ্তম পিচিচি ট্রফি জয়ে মেসির রেকর্ড

সপ্তম পিচিচি ট্রফি জয়ে মেসির রেকর্ড