মোরেনোর স্থলাভিষিক্ত হলেন কোভাচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৭ এএম, ২২ জুলাই ২০২০
মোরেনোর স্থলাভিষিক্ত হলেন কোভাচ

সাবেক কোচ রবার্তো মোরেনোর পরিবর্তে ক্লাবের নতুন ম্যানেজার হিসেবে বায়ার্ন মিউনিখের সাবেক কোচ নিকো কোভাচকে নিয়োগ দিয়েছে লিগ ওয়ানের ক্লাব মোনাকো। ৪৮ বছর বয়সী এই সাবেক ক্রোয়েশিয়ান জাতীয় দলের খেলোয়াড় তিন বছরের চুক্তিতে ফরাসি দলটিতে যোগ দিলেন। টুইটারে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে লিগ ওয়ান ক্লাবটি।

স্পেনের সাবেক কোচ ৪২ বছর বয়সী মোরেনো মাত্র ছয় মাস মোনাকোর দায়িত্বে ছিলেন। ডিসেম্বরে লিওনার্দো জার্দিমের স্থলাভিষিক্ত হয়েছিলেন মোরেনো। গত এক বছরে এই নিয়ে দ্বিতীয় কোচ বরখাস্ত করলো মোনাকো। এবারের মৌসুমে নবম স্থানে থেকে লিগ ওয়ান শেষ করেছে মোনাকো। এর ফলে ইউরোপীয়ান আসর থেকে ছিটকে গেছে দলটি।

পেশাদার খেলার ক্যারিয়ারের ক্রোয়েশিয়া জাতীয় দলের হয়ে ২০০২ ও ২০০৬ সালের বিশ্বকাপ খেলেছেন। এছাড়া ২০০৪ ও ২০০৮ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপেও খেলেছেন তিনি। পেশাদার ক্যারিয়ার শেষে ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ছিলেন ক্রোয়েশিয়া জাতীয় দলের কোচের দায়িত্বে।

এছাড়া ২০১৮-১৯ মৌসুমে বায়ার্ন মিউনিখের কোচের দায়িত্বে ছিলেন তিনি। বায়ার্নের কোচের দায়িত্বে থাকাকালীন ৬৫ ম্যাচের ৪৫টিতে জয় পেয়েছে বাভারিয়ানরা। কোভাচ দায়িত্বে অবস্থায় জার্মান কাপ, জার্মান সুপার কাপ ও বুন্দেসলিগার ট্রেবল জিতে বাভারিয়ানরা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সপ্তম পিচিচি ট্রফি জয়ে মেসির রেকর্ড

সপ্তম পিচিচি ট্রফি জয়ে মেসির রেকর্ড

ক্লাব বিহীন শীর্ষ পাঁচ ফুটবলার

ক্লাব বিহীন শীর্ষ পাঁচ ফুটবলার

চ্যাম্পিয়নস লিগ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সেতিয়েন

চ্যাম্পিয়নস লিগ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সেতিয়েন

বার্সেলোনার উচিত স্টেডিয়ামের নাম পরিবর্তন করে লিও মেসি দেওয়া

বার্সেলোনার উচিত স্টেডিয়ামের নাম পরিবর্তন করে লিও মেসি দেওয়া