মাঠে ফুটবল ফেরাতে ওয়ালি ফয়সালের অনুরোধ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০১ এএম, ২১ জুলাই ২০২০
মাঠে ফুটবল ফেরাতে ওয়ালি ফয়সালের অনুরোধ

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে দেশের মাটিতে সকল ধরনের খেলা বন্ধ রয়েছে। একই কারণে খেলা বন্ধ থাকলেও রোববার (১৯ জুলাই) থেকে ব্যক্তিগত অনুশীলনে ফিরেছেন জাতীয় দলের বেশ কয়েজন ক্রিকেটার। ঈদের পর জাতীয় দলের ফুটবলারদের জন্যও ঢাকার অদূরে গাজীপুরে সাহারা রিসোর্টে শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প।

করোনা পরবর্তী বিশ্বের বিভিন্ন দেশে ফুটবল ফিরলেও বাংলাদেশের ক্রিকেটের ন্যায় ফুটবলও এখনো মাঠের বাইরে রয়েছে।ঈদের পর ৭ আগস্ট (শুক্রবার) থেকে গাজীপুরে কন্ডিশনিং ক্যাম্প শুরু হলে সেটাই হবে করোনা পরবর্তী জামাল ভূইয়াদের প্রথম মাঠে ফেরা।

এদিকে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ না হোক, ঘরোয়া ফুটবল ম্যাচ আয়োজনের আহ্বান জানিয়েছেন জাতীয় দলের ডিফেন্ডার ওয়ালি ফয়সাল। সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

ওয়ালি ফয়সাল বলেন, ‘আমি চাই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দ্রুত শুরু হোক। মহামারীর কারণে অন্যান্য দেশের ফুটবল স্থবির হয়ে পড়েছিল, তবে এখন তারা আবার শুরু করছে। আমরা বিপিএল খেলোয়াড়রা প্রায় চার-পাঁচ মাস যাবত ফুটবলের বাইরে আছি।’

তিনি বলেন, ‘আমরা এখন ফুটবলে ফিরতে চাই, আমরা বিপিএল-এ ফিরতে চাই। আমি অংশগ্রহণকারী ক্লাবগুলোকে অনুরোধ করবো- আপনারা লিগ শুরু করুন। আমি ফেডারেশনকে অনুরোধ করবো- লিগ শুরু করার আগে বিদেশি খেলোয়াড়দের ছাড়া একটি টুর্নামেন্টের ব্যবস্থা করুন।’

জাতীয় দলের এ ডিফেন্ডার বলেন, ‘বিদেশি খেলোয়াড় ছাড়া বিপিএল শুরু করলে আমাদের স্থানীয় খেলোয়াড়রা লিগ ও জাতীয় দলের জন্য তাদের পারফরম্যান্সকে আরও উন্নত করতে পারবে।’

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নতুন সূচি অনুযায়ী চলতি বছরের অক্টোবরে মাঠে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সূচি অনুযায়ী ৮ ও ১৩ অক্টোবর এবং নভেম্বর মাসের বাংলাদেশ ফুটবল দলের ম্যাচ রয়েছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ঈদের পর ঢাকার বাইরে জামাল ভূঁইয়াদের কন্ডিশনিং ক্যাম্প

ঈদের পর ঢাকার বাইরে জামাল ভূঁইয়াদের কন্ডিশনিং ক্যাম্প

ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হলো সাইফ স্পোর্টিং ক্লাব

ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হলো সাইফ স্পোর্টিং ক্লাব

ফুটবলারদের দিতে হবে করোনা টেস্ট, থাকতে হবে কোয়ারেন্টিনে

ফুটবলারদের দিতে হবে করোনা টেস্ট, থাকতে হবে কোয়ারেন্টিনে

কলকাতার জবাব কি দিতে পারবে ঢাকার ফুটবল দর্শক

কলকাতার জবাব কি দিতে পারবে ঢাকার ফুটবল দর্শক